কি করেন....হায় হায়...এখনো বইস্যা রইছেন?? স্টেডিয়ামে যাইবেন না? আইজকা আবাহনী-মোহামেডান ফাইনাল। মনে কইরা দেখেন এক সুমায় এই দুই দলের খেলা পড়লে কত লাফাইছেন। ছাদের উপরে পতাকা তুলছেন।
ছুটো থাকতে রিকসা দিয়া যাইতে যাইতে খালি পতাকা গুনতাম। আবাহনীর সাপোর্টার ...হের লাইগা চাইতাম আবাহনীর পতাকা বেশী থাকুক। পোলাপানের লগে কত ফাইট আবাহনী মোহামেডান লইয়া। কি প্লেয়ার আছিল রে ভাই হেই সুমায়। আসলাম, রুমি, সাব্বির, কায়সার হামিদ, জনি, মুন্না আরও কত। গোলকিপার মহসিন ভাল না কানন ভাল হেইডা লইয়াও ফাইট।
আইজকা দেখেন অবস্থা। দেশের বেবাক উন্নতিই হইছে। ফুটবলের উন্নতি কি হইব না? হইব হইব...আমি হেইডাই দেখি স্বপ্নে। কিন্তু খালি প্লেয়ার গো দুষ দিলে তো চলবনা। আপনার আমার কি কিছু করার নাই? আছে...আমরা আর কিছু না পারি..সাপোর্ট করবার পারি। পোলাপান গুলারে তো সাহস দিতে হইব। মানসিক একটা শক্তির তো ব্যাপার আছে...কি কন? দেখেন পোলাপান গুলা বিশ্বকাপে যাইব যাইব করতে করতে যাইতে পারলো না...হাইরা গেল......। চলেন হগ্গলে মিইল্যা স্টেডিয়ামে যাই। ফুটবল নিয়া আলোচনা করি। মাইনষের মধ্যে আগ্রহ বাড়াই ফুটবল নিয়া।
হায় হায়...অখনও বইয়া রইছেন? বইয়া আমার লেখা পড়লে চলবো??? চলেন স্টেডিয়ামে চলেন.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




