তুমি যে আমাকে ভালোবাসবেই এ আশা আমার নেই,
হয়তোবা আমার জন্য কেউ অপেক্ষায় আছে, যাকে আমি চিনি না।
আবার,সে অদেখা মানুষের সাথে কভু দেখা হলে,
আমি ও যে তাকে ভালবাসবো সে টা হতেও পারে ,আবার না ও পারে।
অতঃপর তুমি ফিরে এসো যদি বলো,
ওগো ,এবার আমি তোমার স্পর্শ চাই,
আমি হয়তো তখন বলবো,
সেই সূর্য কবে ম্লান হয়ে গেছে,
তাকে যে আর রাঙাতে চাই না।
তোমার ও ভালোবাসার মানুষ আসেনি,
অথবা এসেছে, যাকে তুমি গ্রহণ করোনি,
অথবা তুমি চেয়েছো,বিপরীতে সে তোমাকে চাইনি।
এ ও হতে পারে হয়েছে তোমাদের অপূর্ব মিলন।
ততদিনে,আমাদের ও সংসার হয়তোবা হয়েছে,
নতুন কন্যার নাম রাখা হয়েছে স্বর্নলতা।
এ নামটি কীভাবে সংসারে এলো,
কেনো হলোনা চারুলতা কিংবা বনলতা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


