শুনতে কি পাও সৈকতের ধার হতে ধেয়ে আসা
উত্তাল বাতাসের নীরব চিৎকার
একটু চোখ বুজে হৃদয় মেলে বলবে কি কথা?
সেই অচেনা আর্তনাদ আকুলতার।
তোমার চাহনিতে নীড়ের সন্ধানে
আমি তোমার চোখের দিকে পলকহীন,
দৃষ্টিহারা তোমার আকাশ পানে
তোমার হৃদয় ছোব বলে, তুমি উদাসিন!
আখিঁ মেল,হৃদয়জানলা দ্বিধায় কেন দেয়াল?
একটি বার দেয়ালের ওপাশে ঘুরে দেখ।
ঝাপ্সা অনুভুতি খুজে নিতে হবে না বেখেয়াল।
আবার দেয়ালের ওপাশেই ছবি আকঁ!
আমি খাদের কিনারে দেয়ালের অন্য পাড়ে
অস্তিত্বের সংশয়ের মাঝেও নির্ভরতায় হাত বাড়িয়ে
চোখ মেলে আছি, আমার কথা তুমি পড়বে বলে!
তাকাও এদিকে, এতো দুর্বোধ্য কোন যন্ত্রসঙ্গীতের তালে
রচে যাওয়া কোন কাব্য নয়; আবার দেখো চেয়ে
তোমাতে ঠাইঁ নেয়া বাসনাগুলো একটু ছুয়েঁ।
আমার চোখে তোমার প্রতিচ্ছবি,তুমি হাত বাড়িয়ে
আর আমি খাদের অতল অন্ধকারের মায়ায় হারিয়ে
এখনো আমি তোমাতে নীড়ের সন্ধানে।
“One is loved because one is loved. No reason is needed for loving.”
― Paulo Coelho, The Alchemist
“Anyone who loves in the expectation of being loved in return is wasting their time.”
― Paulo Coelho, The Devil and Miss Prym

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




