somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিক্যাপ্রিও এক নজরে।

০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সিরিয়াসলি বাইরের দেশের মুভি দেখা শুরু করি ২০০৯ সালে যখন ভর্তি পরীক্ষা দিয়ে বুয়েটে ক্লাস করব এই প্রতীক্ষায় দিন গুনছিলাম। আমাদের দুর্ভাগ্য বলেন বা সৌভাগ্য বলেন, আমাদের প্রায় ছয় মাস বসে থাকতে হয়েছিল লেভেল ১ টার্ম ১ এর ক্লাস শুরু করার জন্য। সেই সময়টাতে মামার উৎসাহে সেই শুরু A beautiful mind দিয়ে। এরপর একে একে The pursuit of happyness, Batman begins, The Dark knight। আমি নিজেকে এখন ভাগ্যবান ভাবতেই পারি, এতো অসামান্য কিছু দিয়ে শুরু করার জন্য। এর আগে আমার হিন্দি ছিনেমা দেখার ও তত অভিজ্ঞতা ছিল না, কারণ বাসায় হিন্দি ছিনেমা বা চ্যানেল চালানো নিষিদ্ধ ছিল। এখনো আগের নিয়মই বহাল আছে। আর ইংলিশ মুভি দেখতাম কিন্তু বুঝতাম না, তাই সেভাবে দেখা হয়নি।


তিন-চার মাস ক্লাস করলাম, নিজের ল্যাপটপ কিনলাম। ফিল্ম-বাফ বলতে যা বুঝাই তাই হয়ে গেলাম। ঘুমানোর আগে একটা মুভি না দেখে ঘুমাতে পারতাম না। বইপড়ার জায়গাটি কেড়ে নিল মুভি।তখন ও পর্যন্ত ডি ক্যাপ্রিও কে কেন জানি সহ্য করতে পারতাম না। টাইটানিক মুভিটা যখন বের হয়েছিল সেই সময়টাতে এই মুভিটা ভাল লাগাতে পারি নাই। লাভার বয়, যার অভিনয় দক্ষতা সম্পর্কে আমি ব্যাপক সন্দিহান।

এরপর হঠাৎ করে কোন শুভ মুহুর্তে ২০১০ এর মাঝামাঝি সময়ে তার মুভি দেখা শুরু করলাম। আর এখন ডি ক্যাপ্রিও পৃথিবীর খুব অল্পসংখ্যক মানুষের মাঝে একজন যার প্রতি আমি অতিমাত্রায় জেলাস ফীল করি, যাকে হিংসে করি আর প্রচন্ড মাত্রায় পছন্দ করি।
আর প্যাচাল পেরে আপনাদের বিরক্ত করছি না। তার কিছু মুভি নিয়ে আমার প্যাচালটা শুরু করেই দিলাম।

শুরুতেই কয়েকটা কথা।

নিচের র‌্যাংকিং আমার নিজস্ব মতামত। যে কারো রি এই ব্যাপারে ভিন্নমত থাকতে পারে। আমি এখানে যে সিরিয়ালটা দিয়েছি তা ডি ক্যাপ্রিও এর অভিনয় বিচার করে, সামগ্রিক মুভি বিবেচনা করে না। আর যারা খুব অল্পতেই আমার এই লিখা শেষ করতে চান তারা নিচে গিয়ে আমার দুইটা লিস্ট দেখুন। আর সম্ভব হলে মন্তব্য করুন। নতুন লেখক। আপনাদের উৎসাহ না পেলে কিভাবে কন্টিনিউ করব। বুঝতেই পারছেন, লিখালিখি অনেক কষ্টের। কারণ আপনিও তো লিখেন। :D



1. What's eating Gilbert Grape-1993-Rating 7.7

সবার আগে এই মুভি রাখার কারণ এই মুভিতেই আমার দেখা ডি-ক্যাপ্রিও এর সেরা অভিনয়। IMDb rating 7.7। ছবির পার্শ্ব চরিত্রে অভিনয় করে Arnie নামের ১৬ বছরের একজন মানসিক প্রতিবন্ধীর চরিত্রে। যেকোন মুহুর্তে মারা যেতে পারে সে।এই মুভিতে অভিনয়ের সময় তার বয়স ছিল ১৯ মাত্র। তার অসামান্য অভিনয় তার চরিত্রকে অনন্য একটা পর্যায়ে নিয়ে গেছে।এই সিনেমার মুল নায়ক আরেক অসাধারণ অভিনেতা জনি ডেপ। যার চরিত্রের গভীরতা ও অভিনয় জনি ডেপ মাপের ই। Gilbert Grape , জনি ডেপ যাকে তার মানসিক প্রতিবন্ধী ভাই, দুই বোন, আর তার স্থুলকায়া (না দেখলে বুঝা যাবে না কি পরিমাণ স্থুলাকার) মায়ের দেখাশোনার ভার তার উপর। কারণ বাবা অনেক আগেই পালিয়েছে তাদের ত্যাগ করে। দেখার মতি একটা মুভি। আমার দৃষ্টিতে ডি ক্যাপ্রিও এর সেরা অভিনয়। তবে এটা ক্যাপ্রিও এর একদম নিজের মুভি না। কিন্তু জাত চিনিয়েছে এই মুভির মধ্য দিয়েই


http://www.imdb.com/title/tt0108550/ এইখানে গেলে আরো কিছু ইনফো পাবেন।

2. Blood Diamond-2006-Rating 8.0

একমাস আগে ১ নং মুভি না দেখলে এটাই থাকত আমার এক নম্বরে। আমি আসলে দুইটার মধ্যে তুলনা করতে পারি না। ব্লাড ডায়মন্ডে তার অভিনয়, মুভির কাহিনী সবমিলিয়ে এক নম্বরে রাখা যায়। ড্যানিয়েল আর্চার, সলোমন বেন্ডি, ম্যাডি বাউয়েন - সব মিলিয়ে এক অস্থির সমন্বয়। ড্যানিয়েল আর্চার আর ডি ক্যাপ্রিও যেন ভিন্ন কোন মানুষ না। ডি ক্যাপ্রিওএর কথা মাথায় আসলে আগে চলে আসে Danniel Archer এর কথা। আমি এই মুভিকে অল্প কথায় তুলে ধরা পসিবল না। শুধু এটুকুই বলব, যদি আপনি বাকি জীবনে আর মাত্র ৫টা মুভি দেখতে পারবেন। তাহলে নিশ্চিন্তমনে বিনা দ্বিধায় Blood Diamond কে বেছে নিন। IMDb Rating 8। আমি দিয়েছি ১০/১০।


http://www.imdb.com/title/tt0450259/ ঘুরে আসুন লিঙ্কটিতে।


3.Inception-2010-Rating 8.9

এই মুভি যতটা ডি ক্যাপ্রিও এর, তার চেয়ে বেশি ক্রিস্টোফার নোলানের। তবে কবের চরিত্রে DiCaprio এর চেয়ে কাউকে ভাল মানাত বলে মনে হয় না। ২০০২ সাল এর আগ পর্যন্ত তার পরিচয় ছিল লাভার বয় হিসেবেই। যাকে শুধু রোমান্টিক চরিত্রেই কাস্ট করা হত। Gangs of New York থেকেই চরিত্রের এত ভেরিয়েশন, যা আমি আর কোন অভিনেতার মাঝে পায়নি। এই মুভি দিয়েই আমার Caprio এর মুভি দেখার শুরু। ভক্ত হয়েছি এই মুভি দেখেই। তারপরই আমার হলের পাশের রুমের এক ভাইয়ের সাজেশনে দেখলাম Shutter Island। এই মুভি IMDb Top 250 তে 12.

click the link: http://www.imdb.com/title/tt1375666/


4. Gangs of New York(2002)-Nominated for 10 Oscars-rating-7.4
এত কঠিন মানসিকতার একটা চরিত্রে অভিনয় এককথায় অসাধারণ। রেটিং দেখে বিচার করা উচিৎ হবে না। গত দশকের দশটার মধ্যে এটি নিঃসন্দেহে একটি। ভায়োলেন্স একটু বেশি মনে হতে পারে। কিন্তু কাহিনীর প্রয়োজনে দরকার ছিল। আমি আগেই বলেছি, এটি ডিক্যাপ্রিওকে নতুনভাবে তুলে ধরেছে দর্শকের মাঝে।রেটিং এর বেশ কিছু সমস্যা আছে। . যাই হোক, আমার সেরা ৫০-১০০ এর মধ্যে এইটা থাকবেই। প্রায় তিন ঘন্টার মুভিটা মন্ত্রমুগ্ধের মত দেখবেন এই নিশ্চয়তা দিতে পারি।

5. The Departed(2006)-Won 4 Oscars- R8.5

Another Martin Scorsese(Director) and DiCaprio movie after Gangs Of New York. Top 250# 55। Matt Damon, Jack Nicholson আছে তাদের মনোমুগ্ধকর পারফরমেন্স নিয়ে। জটিল কাহিনী, অসাধারণ পরিচালনা, সেইরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক। ফুল-প্যাকেজ মুভি। দেখতে বইসা না শেষ না করে উঠা পসিবল না।

6. Shutter Island(2010)- R-8.0, Top 250#247

অতিমাত্রায় জটিল কাহিনী।Martin Scorsese এর সাথে জুটি বেধে আরেকটি কাজ। আর এককথায় screenplay মনোমুগ্ধকর। আমি আসলে এই মুভিকে ডি ক্যাপ্রিও এর মুভি হিসেবে ছয় নং এ রেখেছি। কিন্তু এখানে মুভির বিচারে ৩ নং।

7.Catch me if U can-2003-R 7.8

এই মুভিতে লিও পোট্রেট করে ফ্রাঙ্ক এবাগ্নেইল নামের একটি সত্যিকার চরিত্রকে যে একটা সময় ফর্জারি করত। পরে সে এফবিআই এ কাজ করে। আর এমন একটি জটিল চরিত্রকে আরো জটিলভাবে পর্দায় নিয়ে আসে লিও। স্পিল্বার্গের আরেকটি অস্থির মুভি। হ্যানর‌্যাটি, FBI agent(Tom Hanks) আর ফ্রাঙ্ক এর মধ্যে শুরু হয় চোর-পুলিশ খেলা। আবার হ্যানরাটি যেন মাঝে মাঝে সন্তান কে সপথে ফিরিয়ে আনায় নিমগ্ন এক বাবা।

An FBI agent tracks down and catches a young con artist who successfully impersonated an airline pilot, doctor, assistant attorney general and history professor, cashing more than $2.5 million in fraudulent checks in 26 countries।(IMDb হতে)

লিও এর মুভিগুলো খেয়াল করলেই দেখবেন তার মাঝে Biographical ক্যারেক্টার এ অভিনয়ের প্রবণতা আছে। সেই শুরুর দিকে Total Eclipse এ ফ্রেঞ্চ তরুন বাইসেক্সুয়াল কবির চরিত্রে, তারপর গ্যাংগস অফ নিউ ইয়র্ক এ আরেকটি সত্য ঘটনার বাস্তব নায়কের উপর। Aviator এ হাওয়ার্ড এর ভুমিকায়, যাকে আধুনিক উড়োজাহাজের পথিকৃত বলা হয়।

8.The Baketball Diaries and This Boy's Life
অনেকটা requiem for a dream এবং জনি ডেপ এর Blow এর মত বাস্কেটবল ডায়েরীজ। আরো ভালভাবে বলতে চাইলে, The Basketball Diaries আর Blow এর সমন্বয় হচ্ছে Requiem for a dream। This boy's life এও লিও এর অভিনয় আর চরিত্রায়ন মুগ্ধ করার মত।

আর বেশি কিছু লিখে আপনাদের সময় নষ্ট করলাম না।
নিচে দুইটা লিস্ট দিলাম।



By judging DiCaprio:

1. What's Eating Gilbert Grape-1996
2.The Blood Diamond-2006
3. Inception-2010
4.Gang of New York-2002
5.The Departed-2006
6.Shutter Island-2010
7.Catch me if you can-2002
8.Titanic-1997
9..Body of Lies-2008
10. The Aviator-2004
11. Basketball Diaries-1995
12.This boy's Life-1993
13.Total Eclipse-1995


about Total Eclipse
where he portraits a teenage french poet of 19th century who was a Gay. seeing this movie, many suspects that he is a gay or Bisexual ....


By judging the Movie with my own scale of Rating(Best mark 10)

1. Blood Diamond- 9.0
2. Inception- 8.7
3. Shutter Island-8.6
4. The Departed-8.6
5. Gangs of New York-8.6
6.What's eating Gilbert Grape-8.6
7. Catch me if U can-8.2
8. Titanic-7.6
9. The Aviator-7.5
10. Body of Lies-7.5




সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৩ রাত ৯:১৬
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজাকার হিসাবেই গর্ববোধ করবেন মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৮


একজন রাজাকার চিরকাল রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয় - হুমায়ুন আজাদের ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে। বিএনপি থেকে ৫ বার বহিস্কৃত নেতা মেজর আখতারুজ্জামান। আপাদমস্তক টাউট বাটপার একজন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন প্রজন্ম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত? ১৯৭১ থেকে একটি সংক্ষিপ্ত ভাবনা

লিখেছেন মুনতাসির, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৩

বাংলাদেশে দুর্নীতির প্রশ্নটি প্রায়ই ব্যক্তি বা দলের দিকে ছুড়ে দেওয়া হয়। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, এটি অনেক বেশি প্রজন্মভিত্তিক রাজনৈতিক - অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত। ১৯৭১ এর পর... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭


ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে চাঁদগাজীর নাম দেখাচ্ছে। মুহূর্তেই আপনার দাঁত-মুখ শক্ত হয়ে গেল। তার মন্তব্য পড়ার আগেই আপনার মস্তিষ্ক সংকেত... ...বাকিটুকু পড়ুন

ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৫


((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন

আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?

লিখেছেন তানভির জুমার, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৩



৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন

×