একটা কবিতা। কবিতাকে ভালবাসলে পড়ে দেখুন আর মন্তব্য করুন।
আর কবিতা সাহিত্যের সবচেয়ে অবহেলিত শাখা। কিন্তু একটা কবিতা একটা জীবন। একটা কবিতা একটা যুদ্ধ। একটা কবিতা একটা গল্প। একটা কবিতা একজনের স্বপ্ন।
নিষ্ঠুর আকাশের দিকে জানালার ফাক মেলে
তাকিয়ে রই, তোমার অবয়ব মনে আনার তালে।।
ঝাপ্সা কোনো তারার মত মেঘলা মেঘের আড়ালে
কোথাও নেই তোমার মায়া।।
হয়তো এক বৃষ্টিস্নানের বিকেল আর তারপর
নির্দোষ রাতের গভীর আকাশে গর্বিত তারার
ঝাকে,এখনো নিষ্প্রাণ তোমায় খুজি, ধুসর
আর স্বপ্নহীন আমি একা।।
যদি কারো ভাবনায় তোমার ভাবনা আচ্ছন্ন থাকত !
কারো ছবি মুছতে ব্যর্থ আর বিচ্ছিন্ন তুমি,
যখন সুখের পৃথিবী তোমায় আর স্পর্শ করে না,
কঠিন জীবনের পথ ভাবিয়েই তুলে না!
জীবনটা আজ অনেক নির্দয়।
অসহ্য- বিদ্ঘুঠে আর বেমানান--
আমি ক্লান্ত । আশাগুলো মৃত্যুময়।
তুমি কি আমার ব্যাথা অনুভব করতে পারো?
তবে কেনো এখনো আমায় করুনা করো?
ভালোবাসার ক্ষতে করুণার প্রলেপ!!
এ তো নিষ্ঠুর তোমার ছাপ।
আঘাত কর, নয়তো ভালবাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




