এতো কথা বলে ফেললাম, এখনো তো মুভির নামটাই বলা হয়নাই। A clockwork Orange, মুভিটার নাম, যেটিকে নিয়ে আজকের লিখা।
নামের মানে বুঝতে আমার অনেক হেপা পোহাইতে হয়ছিল। দুই বন্ধুতে মিলে অনেক আলোচনা, তর্ক-বিতর্ক শেষে এর মানে আমরা করেছিলাম , একজন মেকানিক্যাল মানুষ, যান্ত্রিক মানুষ। যার মাঝে অনুভুতি মেরে ফেলা হয়েছে। ক্লক এর মতই যার নিয়ম মেনে চলে, নিয়মের কাছে বন্দি। Free Will বিহীন একটা মানুষ।
যাক এতো কথা না বলে কাহিনীতে যায়। আলেক্স নামের এক তরুন, বলা যায় সাইকো, তার গ্যাং নিয়ে প্রতি রাতে বের হত শিকারে। তার শিকার হত নিরুপায়, অসহায় অনেক লোক। যাদের কাজ ছিল Violence, Rape, মারামারি এসব। আলেক্স ই এই মুভির ন্যারেটর, our humble narrator.
আলেক্স তার চার বন্ধু বা শিষ্য (Georgy boy, Pete, হাবা Dim ) নিয়ে এক রাতে এক বৃদ্ধ ফকিরকে সেইরাম মাইর দেয়। এরপর তারা যায়, স্থানীয় থিয়েটারে যেখানে বিলি বয়ের নেতৃত্বে আরেক গ্যাং এক লাস্যময়ী মেয়েকে রেইপ করার প্রস্তুতি নিচ্ছিল। আলেক্স এর দলবল হুদাই তাদের বাধা দেই, মারামারি করার মধ্যেই যারা মজা খুজে নেয়। হেব্বি মারামারি শেষে জয় হয় আলেক্স গ্রুপ। মারামারির দৃশ্য ছিল দেখার মত। ইনোভেটিভ যারে কয়। তারপর তারা গাড়ি নিয়া যা করসে না দেখলে মিস করবার মত। অইসব কাহিনী ভাইঙ্গা কইলাম না। তারা রাতের পর রাত অসংখ্য আকাম-কুকাম কইরা গেসে। এক রাতে এক মহিলা কে ধর্ষণ করতে গিয়ে পুলিশে ধরা খাইল। এরপর জেলে। এরপর সে ভলান্টিয়ারি করে একটা সায়েন্টিফিক প্রোগ্রামে যেখানে তার মধ্যকার সব কু-সত্তাকে নিয়ন্ত্রন করা পসিবল। তাকে মানসিক ভাবে সুস্থ হিসেবে রায় দেয়া হয়। জেল থেকে বেরিয়ে সে দুনিয়াটা আবার বুঝল। সে অসহায়ের মতই আগের কুকর্মের সাজা পেতে থাকল।
এই মুভিটা দেখার জন্য সবাইরে বইলা দিলাম। অনেকেই দেখছে যারা এইটা পড়ছেন তাদের থেকেই। তাদের বলছি, আমি জানি অনেক কিছুই লিখি নাই। আপনাদের কমেন্ট দেখেই যারা দেখে নাই, তারা এই মুভিটা কয়দিনের মধ্যেই দেখবে এইটা শিউর।
আমি কয়টা ভালোলাগার জিনিস ও আমার নিজস্ব কয়টা কথা কমু এই মুভির উপর ভিত্তি কইরা ...... আর আপনারা এর মাঝেই খুইজা পাবেন এই মুভিটি কেনো আপনি দেখবেন
১। মুভির ডায়ালগ। এমন সব ডায়ালগ এইখানে দেয়া হয়, আর অনেক সুক্ষ্ সুক্ষ চিন্তাধারার ডায়ালগ ই এই মুভির মুল আকর্ষণ।
যেমনঃ welly, welly, welly, well....
এই রকম আরো অসংখ্য ডায়ালগ আপনি যা এই মুভি দেখার পর অনেক দিন আউরাবেন। অভিনেতাদের বাচন ভঙ্গী মনোমুগ্ধকর।
২। একটা গান যা আমি এখনো গুনগুনিয়ে গায় Singing in the rain, শুইনা আর দেইখা ব্যাপক মজা পাইবেন।
৩। আলেক্স এর অভিনয়, কথা, এক্সপ্রেসন সব কিছুর জন্যই দেখবেন।
৪। Free will যে মানুষের বড় সম্পদ এইটা মুভির মুলকথা। ভিতরটা না পাল্টাইলে বাইরের জিনিস বদলে কোন লাভ নাই।
৫। বাইবেল পড়ার সময় তার কল্পনা জানতে এই মুভি দেখবেন
৬। এই মুভির বিভিন্ন দৃশ্যের মঞ্চ কত সেক্সুয়াল আর ইনোভেটিভ হয়, সেইটা বুঝনের জন্য দেখবেন।
৭। মোটকথা আলেক্স রে বুঝনের জন্য আপনারে এই একখান মুভি দেখন ই লাগব।
৮। আলেক্স এর মত কুলাংগারের অন্তরেও গানের জন্য কি ভালবাসা লুকায় আছে তা জানতেও দেখতে হইব।
৯। গালিভারের মানে কি এইটা জীবনেও বুঝবেন না যদি না এই মুভি দেখেন।
১০। ভাই, কিছু না, ডায়ালগ গুলা শুননের জন্য দেখবেন,
১১। আর হ্যা, এইটা R-rated movie, যেইটা ব্রিটেনে পর্যন্ত নিষিদ্ধ হইছিল। এইবার তো দেখবেন ই। কি বলেন!!!
১২। মুভিটা মাস্ট সি। দেখবেন অবশ্যই।
কয়টা কথাঃ
এই মুভির রেটিং 8.5. Top 250#57. One of the most controversial movie. অনেক আগে দেখছি, তাই অনেক ইম্পর্ট্যান্ট কথা মিস হয়ছে এইটা শিউর। যাই হোক, যারা দেখেছেন তাদের উপর ছেড়ে দিলাম, এই মুভিটা কেন অন্যেরা দেখবে সেইটা ক্লিয়ার করা। ঠিক আছে???
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




