হলুদ আলোর রাস্তায় হাটছিলাম, আমরা
সোডিয়াম বাতির আলোতে সবাই অন্যরকম।
কত চরিত্রেই তো অভিনয় করলাম, সব আমি কে কি আমি চিনেছি?
কিন্তু আশ্চর্যের বিষয় সব আমিকেই আমি ভালবাসি।
হঠাৎ খুব একাবোধের সীমানায় দাঁড়িয়ে এই লেখা।
নিজেকে ভালোবেসে, হারিয়ে যাওয়া সত্ত্বাকে ফিরে পেতে চাইছি। নিজেকে ভালবাসার লড়াইয়ে সবাই যেন জয়ী হই, এই কামনায়.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




