নগর আর যান্ত্রিক কোলাহলের ভীড়ে দাড়িয়ে একা
তোমার মুখখানি রহে রহে মনেতে ঠাঁই লই ,সখা।
আসছে বসন্তে , পাব কি তোমার দেখা?
তোমার আখিঁ মাঝে দেখেছি আমার ভুবন
তোমার হৃদয় নীড়ে একেঁছি আমার স্বপন।
তুমি হাসবে,আসবে কবে সেই শুভখন?
তোমাকে বলবো ভেবে কত কথা সঙ্গোপনে
যতনে রেখেছি সাজিয়ে হৃদয় প্রাঙ্গনেতে।
মুখর হবে তুমি, বাঁধার পাহাড়ের ভাঙ্গনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




