মহান রাষ্ট্রনায়ক মুয়াম্মার গাদ্দাফীর আত্মার মাগফেরাত কামনা করি।
(১) গাদ্দাফী দেশের জনগণকে বিনামূল্যে বিদু্ৎ দিতেন। আর আমাদের দেশের দুই রানী হাসিনা খালেদা বিদু্ৎ বিল নিয়েও বিদু্ৎ দেন না।
(২) গাদ্দাফী দেশের সকল ব্যাংকে রাষ্টায়ত্ব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করেন যাতে সকল নাগরিক বিনা সুদে ঋণ নিয়ে স্বাবলম্বি হতে পারে। কিন্তু আমাদের দেশের বিএনপি ও আওয়ামি লীগের নেতা কর্মীরা রাষ্ট্রয়াত্ব ব্যাংক ছাড়াও বেসরকারী ব্যাংকগুলোকে খালি করে বসে আছেন যার সুদ অন্যরা দিলেও এদের দিতে হয় না / দেন না। হাসিনা খালেদাও এর ব্যতিক্রম নন।
(৩) গাদ্দাফী প্রত্যেক নাগরিকের বাসস্থান নিশ্চিত করতে চেয়েছিলেন এবং প্রত্যেক নাগরিকের বাড়ি না হওয়া পর্যন্ত তাঁর পিতা-মাতার জন্যও বাড়ি তৈরি করবেন না বলে তাবুতেই তাঁর পিতার মৃতু্ৎ হয়। কিন্তু আমাদের দেশের খালেদা জিয়ার দুই সন্তানতো দেশের অর্ধেকের মালিক বনে গেছে। অন্যদিকে হাসিনার সন্তানতো দেশের রসে বড় হয়েও দেশে না থেকে বিদেশে আরামে অবস্থান করছেন। দেশে আসলেই আমরাতো তাকে রাজা বানাবার জন্য উঠে পড়ে লাগবো, যেমনটা বিনপি পন্থীরা তারেককে করতে উন্মুখ।
(৪) লিবিয়ার নবদম্পতিদেরকে গাদ্দাফী ৫০ হাজার ডলার দিতেন যা কিনা নতুন দম্পতিদের বাড়ি তৈরি বা অন্য কোন কাজে লাগাতে সাহায্য করতো। আমাদের দেশে কি কখনও এমনটা আশা করা যায়?
(৫) গাদ্দাফী সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করতেন। বাংলাদেশের নাগরিকের মৌলিক চাহিদাগুলোর মধ্যে শিক্ষা ও চিকিৎসা থাকলেও বাস্তবিক সরকারী শিক্ষা ও চিকিৎসা সবচেয়ে নিম্নমানের। এদুটি খাতে সরকারের নজর সবচেয়ে কম। এখন গরীব হলে যত মেধাই থাকনা কেন উচ্চশিক্ষা নেয়া বা ডাক্তার ইজ্ঞিনিয়ার হওয়ার ইচ্ছা ইচ্ছাই থেকে যায় ১০ থেকে ২০ লক্ষ টাকা জোগার করতে ব্যর্থ হওয়ায়। এদিকে সরকারের কোন দৃষ্টি আছে কি?
(৬) কেউ কৃষি খামার করতে চাইলে তাঁকে ভূমি বীজসহ প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে প্রদান করা হতো। এদেশে হয়কি?
একটা মানুষ একটি পরিবারের সকলের প্রিয় পাত্র হতে পারেন না। তবে একটি দেশের সকল মানুষের কাছে প্রিয়পাত্র হবেন কিভাবে? উপরে উল্লেখিত দৈনিক প্রথম আলোর সংবাদের তথ্য অনুযায়ী গাদ্দাফী প্রদত্ত সুবিধাগুলোসহ আরো অনেক অনেক নাগরিক সুবিধা প্রদান করেও যদি গাদ্দাফীর মতো নেতা কিছু সংখ্যক লোক ও পশ্চিমাদের ষড়যন্ত্রের কারণে শহীদ হন তবে আমাদের দেশের রানীগণের (রাজনৈতিক নেতাদের) কি হওয়া উচিত?....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


