বাংলাদেশের যাতায়তের তুলনামূলক সস্তা পথ নৌপথ। আর বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই নদীপথে মানুষের চলাচল করবে এটিই স্বাভাবিক। পিনাক-৬ লঞ্চ দূর্ঘটনায় সারাদেশ তাকিয়ে ছিল লঞ্চ উদ্ধারে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা দেখার। কিন্তু কি দেখলো বাঙালী? সারা বিশ্ব? একটি নদী, সাগর বা মহাসাগর নয়, এটি থেকেই ছোট খাটো একটি লঞ্চ উদ্ধার করতে বাংলাদেশ নৌবাহিনীর ঘাম ঝরানো পরিশ্রমের পরও লঞ্চটি উদ্ধার তো দূরের কথা সেটির অবস্থানও সনাক্ত করতে পারলো না। এটি সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আমার মতে সরকার যদি উক্ত ডুবে যাওয়া লঞ্চে সাধারন জনগণের স্থানে কোন মন্ত্রী বা এমপি বা তাদের পরিবারের কেউ থাকতো তবে দূর্ঘটনা ঘটার পর উদ্ধারকারী জাহাজগুলো আরো তৎপর হতো এবং নৌবাহিনীও লঞ্চটি উদ্ধার করতে পারতো। কারণ, তারাতো বিশেষ মনোনীত ব্যক্তি।
প্রায় প্রতি ঈদেই ঈদের সালামীর মতো আমাদের জীবনে একটি সালামী অপেক্ষা করে আর তা হলো আক্কেল সালামী। আমরা বেআক্কেলের দল বারবার বোকামী করে লঞ্চে বা বাসে ট্রাকে মারা পড়ি।
ধুর আর লিখবো না, লিখলেও লাভ কি? অনেক তো দেখছি, শুনছি, জানছি, ফলাফল ০।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


