খালার বাসায় গেলাম বেড়াতে,ড্রয়িং রুমে সবার সাথা আলাপ চারিতার পর ভাবছি ঘরে সদস্য সংখ্যা কম মনে হচ্ছে, কে যেন আসেনি আমারা সাথে দেখা করতে, প্রায় আট বছর পর আসলাম,................
আমার আগমনে হুমড়ি খেয়ে পড়লো সবাই ড্রয়িং রুমে,কিন্তু একজন আসেনি........
- উর্মি কোথায় উৎপল?
ছোট্ট খালাত ভাইটির কানে পিস পিস করে জিজ্ঞাসা করলে খালাত ভাইটি এক সাথে দুই হাত এক ঠোট উল্টে আমাকে জানান দিলো সে জানেনা,
- আর কোথায় ...রুমেই আছে..কি একটা ভুত যে বাসায় এনে তুল্লো তোর খালু,সেই থেকে মেয়েটা সারাক্ষণ নিজে নিজে হাসে আর কি লিখে, জানিনা বাবা কি জামানা আসলো.....
না তিনি হাত উল্টান্নি ঠোটও নয়,কথাটা শেষ কোরে কপালে কয়টা ভাঁজ পেলে উর্মির রুমের দিকে দেখিয়ে দিলো।
- এই............... উর্মি
অনেকটা ঊচ্চ ও মৃদু স্বরের মাঝে যেই স্বর থাকে তা দিয়ে তাকে ডাকলাম, যেন সে শুনতে না পায়,এবং রুম থেকে বেরিয়ে না আসে,
আট বছরে উর্মি অনেক বড় হয়েছে মনে হয়,ছোট কালে দেখতে খুব মিষ্টি ছিলো,এখন এমন বিদেশি প্রসাধনীর কিল ঘুষি খেয়ে হয়তো আরো বেশি সুন্দরী বনে গেছে,এমনি নানান কৌতুহল নিয়ে উর্মির রুমে প্রবেশ করলাম।
- কে আপনি?
ভয় কৌতুহল মিলিয়ে হুট করে চেয়ার থেকে দাড়িয়ে পড়লো উর্মি,পরনে কমলা রং'র থ্রি-কোয়াটার ট্রাউজার,গায়ে সেই রকমি কাছাকাছি রং'র টি-শার্ট,আমাকে দেখে টি-শার্ট নিচের দিকে টেনে কামিজ বানানোর ব্যর্থ চেষ্টা।একদম আগের মতই রয়ে গেছে মানুষটা।
-কেমন আছিস ?
বলেই আমার ঘোর কেটে স্বাভাবিক চেনা স্বাভাবে ফিরে এলাম।
-তুমি!!!!!!!!!!!!!!!!!!!!!!!? কখন এলে? আজব আমি একদমি শুনিনি তুমি বাসায় আম্মুর সাথে কথা বলছো,আজকে কয় তারিখ?তুমি কি আজকেই ফিরেছ দেশে?
আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে এক নিঃশ্বাসে কথা গুলো বলতে বলতে তার সে স্বাভাব সুলভ আচরণ দু-হাত ছুড়ে মারা দেখে নিজের অজান্তেইঘাসলাম।
-কি করছিস?
- না, মানে একটু লেখালেখি আড্ডা,এই আরকি
মাথা চুলকাতে চুলকাতে বল্লো উর্মি।
-দেখিতো ব্লগটা,বাংলা ব্লগ? দারুনতো!!!!!!!!!!!!!!!
উর্মি স্বল্প সময়ে ব্লগের সব কিছুর সাথে আমাকে পরিচয় করিয়ে দিল,এরি মধ্যে প্রচন্ড ক্ষুধা লাগায় আমি খাবো বলে উর্মির রুম থেকে বেরিয়ে আসি সেই সাথে উর্মিকে খেতে ডাকা হলো,মিনিট পাঁচেক পর উর্মি আমাকে জানালো সে আমার জন্য একটা আইডি ওপেন করেছে -" ক্ষুধার্ত"
এবং আমাকে অনুরুধ করলো আমি যেন এই আইডি দিয়েই ব্লগে সময় দেই।
পাঠক এই বিষয়টা পরে এক সময় পোষ্টে লিখবো,
আজকে এই পর্যন্তই উর্মি কাহিনি থাকুক,
আমি এভাবেই সামহয়্যার ব্লগের সাথে পরিচিত হই এবং আপনাদের সহযোগীতা কামনা করি,এর আগে আমার ব্লগ নিয়ে তেমন কোন অভিজ্ঞতা না থাকায় ভুল স্বাভাবিক ভাবেই আসবে জানি, তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আমি উৎসাহিত হবো।
আসুন সবাই ভালো থাকি
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১১ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





