(শুরূ করিলাম) লয়ে নাম আল্লার,
করূণা ও দয়া যার অশেষ অপার।
সকলি বিশ্বের স্বামী আল্লার মহিমা,
করূণা কৃপার যার নাই নাই সীমা।
বিচার-দিনের বিভু! কেবল তোমারি
আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।
সরল সহজ পথে মোদেরে চালাও,
যাদেরে বিলাও দয়া সে পথ দেখাও।
অভিশপ্ত আর পথ-ভ্রষ্ট যারা, পভু,
তাহাদের পথে যেন চালায়ো না কভু!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



