আজকে ভাল লাগছিল না, তাই প্রায় দুপুরের দিকে ছাদে উঠে গেলাম একা থাকার জন্য। অনেকক্ষণ বসে ছিলাম একা একা, তবে হাল্কা বাতাসে কিন্তু ভালই লাগছিল। আর বিকালের দিকে মনে হল, একটু চেষ্টা করে দেখি, ক্যামেরার সাটার স্পীড নিয়ে ঘাটাঘাটির কোন ফায়দা আছে কিনা! তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা।
পানি নিয়ে একটু চেষ্টা
আর হ্যা, এই পোকা গুলারে দেখে একটু ম্যাক্রো করার ও ইচ্ছা হল (যদিও লেন্স নাই!) আর ঠিক ম্যাক্রো হল কিনা, তাও বুজতেছি না!
এখানে কেন জানি ছবি গুলা বড় হয় না, কিংবা আমি করতে পারি না! কেউ যদি দেখতে চান, তবে আমার ফেবুতে দেখে আসতে পারেন।
ফেসবুক
(আশা করি কেউ এটাকে ফেসবুকিং বলবেন না, আমি আসলে নিজেকে একটু উন্নত করার জন্য এখানে দিলাম। এক্সপার্টরা একটু বললেই আমি খুশি থাকব। কারন, কোন কোর্স করি নাই, তাই ভুল ধরার ও কেউ নাই)
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



