আজকে ৩১শে ডিসেম্বর, তারমানে রাত্রে খুব আনন্দ হবার কথা, কিন্তু আমি আসছি কাজে, অ্যামেরিকান এমবাসিতে। সাথে কোন মোবাইল ও নাই, কাজ শেষ করতে কত সময় লাগে, কে জানে! বেশ কিছু মানুষ আছে, তবে আগের দিনের মতন না আর তারা সবাই দেখি পাসপোর্ট জমা দিবে। যাক ভালই হল, আমি একাই না।
বিকালে বনি ফোন দিল, কিন্তু আমি আবার গেলাম মিথিল ভাই এর সাথে দেখা করতে। যাওয়ার পথে তরুণের দোকানেও গেলাম, ওর সাথেও আড্ডা মারলাম বেশ কিছুক্ষণ। এর পরে মিথিল ভাই এর সাথে দেখা হল সাইন্স-ল্যাবের মোড়ে। এর আগে ওনার সাথে দেখা হয়নি, কিন্তু দেখলাম মানুষটা চরম মজার। সেই লেভেল এর মজা করে! অনেক্ষন আড্ডা মেরে পরে গেলাম বনির সাথে দেখা করতে, আর গিয়ে তো মেজাজ আরও খারাপ হল আশিক ওরফে ভেদুরে দেখে। আবার দেখি ভেদুও আমারে ভেঙ্গায়, কিন্তু ওরে যেই ঝাড়ি দিলাম, তাতে দেখি ঠাণ্ডা হয়ে গেল কেন জানি! এর মধ্যে ইভান ফোন করতেছে, কারন ওর বাসায় আজকে বারবিকিউ পার্টির আয়োজন আছে, তাড়াতাড়ি জেতে বলতেছে, কারন, কাজ করার জন্য। (আমি ওটা বুঝেই আরও লেট করতেছি)। আর আজকে রাস্তা ঘাট এ যা ভীর, কি আর বলব।
যাহোক, গেলাম ওদের বাসায়, প্রায় ৮টার দিকে, গিয়ে দেখি সব কাজ করা শেষ, (আমি খুব খুশি) যদিও অরপি একটু খেঁচ-মেচ করল, কিন্তু এগুলা গায়ে মাখার বিষয় না। এর পরে ছাদ এ গেলাম, আর গিয়ে চরম খাওয়া দাওয়া করলাম। অনেক আইটেম ছিল, তবে আমার সবচেয়ে ভাল লাগছে সালাদ আর পাস্তা। খুবই ভাল, তবে আমার ভাগের মুরগীটা একটু মনে হয় কম সিদ্ধ ছিল।
তবে যে জিনিসটা খুব ভাল লাগছে, ওটা হল, আনটি একটু পর পর আমাকে এটা-ওটা তুলে দিচ্ছে খাবার জন্য। আর সব শেষে পিঠা, মিষ্টি, যা দিল, আমি তখন খেয়ে ভরপুর, কিন্তু তারপরেও আন্টির দেয়া খাবার ফেলতে পারলাম না, কষ্ট হলেও শেষ করলাম! কেন জানি আনটি লেভেল এর মানুষেরা আমাকে পছন্দ করে, একটু বেশিই করে! আমি এর কারন এখনও খুঁজে পাইনি।
আর তারপরে ইভান বাসায় দিয়ে গেল ওর গাড়িতে করে, আমাদের মাঠে এসে দেখি, তরুণ, এরশাদ আর মাহবুব আছে। ওদের সাথে বেশ আড্ডা দিলাম। আমার ইচ্ছা ছিল টিএসসিতে যাব, কিন্তু ওরা কেউ ই যাবে না, গাড়ি ভাঙ্গার ভঁয়ে। একটু পরে ওরা চলে গেল, আর আমি থাকলাম, মাঠে বেশ ভালই ব্যবস্থা করে রাখছে দেখলাম। লেসার লাইট সো এর ব্যবস্থাও আছে! কিন্তু ঠাণ্ডা লাগতে ছিল, তাই বাসায় চলে আসলাম, আর বারান্দা থেকেই নিউ ইয়ার রাতের কাউন্ট- ডাউন দেখলাম। শেষ হল আজকের দিনটা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



