গত শীতে রাঙামাটি গিয়েছিলাম। এমনিতে আমি বাংলাদেশের কোণা-কাঞ্চি কিছুই বাদ রাখিনি, কিছু জায়গা বাদে অনেক জায়গা ঘোরা হয়েছে। তবু বারবার নতুন করে দেখি আর বিস্মিত হই। গতবার ছিল রাঙ্গামাটি আমার প্রথম যাত্রা। ভাই-ভাগ্নে নিয়ে অভিভাবকহীন ট্যুরে আমিই সিনিয়রমোস্ট

শীতের সকালে হ্রদের চিকচিক পানি

পাহাড়ের শুরু

শুভলং পাহাড়ের উপর থেকে উপজাতীয় বসতি

নাম না জানা বুনো ফুল

পাহাড়ের গায়ে সময়ের খাঁজ

পাহাড়ের উপর আমাদের অভিযাত্রী দলের কয়জনা

শুভলং ঝর্ণা...শীতে মৃতপ্রায়

ঝর্ণাকে পিছে ফেলে আমরা

আবারো পাহাড় ফেলে জলপথে

ওইটা কি...বাঁশ? খাইতে খাইতে শেষ

বুদ্ধদের স্বর্গ...সাতটি সোপান(সবগুলা ছবিতে নাই)

ফিরে যাবার আগে পিছু ফিরে হ্রদটাকে দেখে নেয়া

দিনের শেষে... ...
প্রতিদিন ছবিগুলা দেখে ভাবতাম...দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না... খাঁচায় পুরতেই তাই আবারো বন পাহাড়ের নেশায় ছুটে বেরোচ্ছি। আগামী ১ তারিখ রাতে যাচ্ছি রাঙ্গামাটি। এবার যাচ্ছি য়ামরা বন্ধুরা মিলে। রাঙ্গামাটির কেউ ব্লগিং হয়তো করেন না, কিন্তু যারা রাঙ্গামাটি গিয়েছেন, তারা কেউ ওইখানে থাকার ব্যবস্থা বা হোটেল সম্পর্কে জানাতে পারলে কৃতার্থ হতাম। এর আগেরবার সরকারী রেস্টহাউজে ছিলাম, এবার সে সুযোগ নাই। তবে হোটেল পাই বা না পাই...বন পাহাড়ের নেশায় আমরা কিন্তু ছুটে যাচ্ছিই...
ছবিগুলোর আসল রেজ্যুলেশন কপি পাবেন আমার বক্সে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


