কোন কিছুকি নষ্ট হয়
ধরো শরতের শূভ্র মেঘেদেরও যেমন একদিন বেলা ভূমিতে আছড়ে পড়া
বা পতিতারাও -স্তন্যে যখন তাদের দুগ্ধ ঝরে
অথবা আকাশের পথ বেয়ে ঝর্ণার নুপুর যেমন নদীপথ হয়ে
হয়ে যায় মুর্ছনাময় সাগরের ঢেউ
তুমি যখন শুরু করলে খেলা
খুব গুরুত্বের সাথে বা নিতান্ত ছলে...
এবং কখন শুরু করলে তুমিকি তা জান
এবং তুমিকি তা জান
তখন ভালমন্দ আনন্দ বেদনাময় কি এক প্রবিষ্ট হলো আমার ভেতরে
সব কিছুকি অর্থময়
তোমার হাসির মত রহস্যময় হায়েনারাও হাসে মায়াময় জোৎস্নায় সন্তানের সাথে
একদিন তখন আমিও রহস্য করে নিজেরে জলাঞ্জলি দিই তোমার ঊদ্দেশ্যে
একজনকে একই সময়ে দুবার সর্মপনের ইদানিং নাম তার সমান্তরাল বিশ্ব
অথবা দুজনকে একই সময়ে একজনে সর্মপনের ইদানিং নাম তার সমান্তরাল বিশ্ব
আনন্দ- অশ্রুবিন্দুর বড় চড়া সুদের হার যেমন তোমার জন্যে আমি
দুঃখের এই পথ ধরলাম, পাপের পথও বটে লোকে বলে
তুমি অবশ্যই সেসব ভালো মানুষের মত আবার যেন দুরে ঠেলে দিও না আমাকে
মুক্তোর মতো একটি মাত্র অশ্র বিন্দুর জন্যে
আমি শপথ করে বলছি, ভালো মানুষ হয়ে যেতে পারি
যদি তা শুদ্ধ বানানে পতিতা হয় আমাকে ঊদ্দেশ্য করে
কার ভোগ্যা হবো জানিনে আমি
আমি কার তুমি জান?
এ বড় অসহায় না জানা আবাস
আচ্ছা, গল্পটা এভাবেই তো শুরু ? নাকি . . .?
অথবা নাহয় অন্য কোনভাবে . . .
এ বড় অসহায় না জানা আভাস
এ আমার আধুনিক কবিতা শিক্ত পৌরাণিক আবাস
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




