কাজের বুয়াটি কন্ঠ মজালো রসের,
ও দিদি আমার ছুটি চাই দিন দশের!
দিদি না উঠেছে আঁতকে!
ভুলে কোমরের বাত কে!
এ্যাঁ! কি বলে রে,
মাথা কি হয়েছে নষ্ট?
নয়া কি চাতুরী!
খুলে বল বুয়া পষ্ট।
হঠাৎ করে না ছোট বোনটার
ঠিকঠাক হলো বিয়ে;
আমি ছাড়া নেই তিন কূলে কেউ
সামলাতে হবে গিয়ে।
কথা যে বলিস
ভেবেছিস আগে-পিছু?
আহ্লাদে চড়ে
পাস নে বলারও কিছু?
তোর সাহেবের নাশতা,
ভোরে টোষ্ট সাঁঝে পাস্তা।
তোর সাহেবের দুপুরের লাঞ্চ,
কাপড়চোপর ওয়াশ;
ডিনারের পরে ওষুধ খাইয়ে
বিছানায় তারে শোয়াস!
তোর সাহেবের গোসলের পানি
গরম করে যে ঢালিস?
গোসলের পরে হাত-পা মুছিয়ে
তেল-লোশনের মালিশ!
তোর সাহেবের কলপের রঙ
সু মোছা, টাইয়ের নট;
জানিস নে তুই রুটিনে সে বাঁধা
না পেলেই ছটফট?
থামো দিদি থামো বুঝেছি ঝামেলা
উপায় আছে একটাই;
যেতে তো হবেই,,,আমি না বরং
সাহেবকে নিয়ে যাই...
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৩