প্রপোজ ডে'তে প্রপোজ করাই প্রথা-
প্রপোজ কারও সার্বজনীন কারোর নিরবতা!
এসব নহে ছেলের হাতের মোয়া,
ঠমক লাগে, চমক লাগে-
লাগে রূপের ছোঁয়া।
কথায় কিছু কাব্য লাগে,
নদীর স্রোতে নাব্য লাগে,
কায়দা লাগে মিষ্টি কথা বলার;
গলায় কিছু সুরও লাগে,
চলায় চাপার জোরও লাগে,
তবেই না সে কৃষ্ণ প্রেমের ছলার।
কাউয়া নামে ডাকুক শত-
হ্যান্ডসামই কে তাহার মত?
আর কার আছে তাহার মতন নিত্য ঘেরা গোপী?
পরজনমে কাউয়া হবো, হবো 'কাদের-কপি'।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৭