'স্বাধীণতা' পেলো এ বছর কারা
টিভি'র স্ক্রলেতে নাম যায়;
আবু পাইয়াছে হাবুরও নাম আছে
আরও পেলো দেখি হামজায়!
কেনো পেলো তিনি প্রশ্নটা 'ফাউল'
অবদান যদি দ্যাখ তা;
ছড়ায় ছড়ায় ছড়াছড়ি সে কি
বইও নাকি আছে একটা!
আমরা বাঙ্গাল জোশের কাঙ্গাল
অযথা ভাসাই ট্রলে;
কমিটির চেয়ে বেশি বুঝো মিয়া
ওরা কি না বুঝে চলে?
ওদের মুরোদ নিয়ে না আমার
'ডাউট' নেই রতি-আনা;
মানী বুঝিবেক মানীর অবদান
প্রজ্ঞা মানীকে মানা।
আমার প্রশ্ন অতে-টতে নয়
গরীবের ছেলো আর্জি;
ইয়ে মানে যদি গোসতাখি মাফ
হালকা বলিবো স্যারজী-
দেখেছেন কত পদ্মা যমুনা
দেখেছেন কত গোমতি;
দেখেছেন কভু কবির দোয়ায়
পাঠকের তরে সুমতি?
দেখেছেন কত নন্টে-ফন্টে
দেখেছেন কত কেল্টো;
দেখেছেন কেউ কবিতা দিয়েও
হাডুডু ক্রিকেট খেলতো?
দেখেছেন কত শাবানা রোজিনা
দেখেছেন কত ববিতা;
দেখেছেন কারও অফিস আর ঘর
গাদা গাদা শুধু কবিতা?
যত বেশী বলি তত কম বলা
এমনই সে মহা কবি;
আমাদের অতি লাডলা ও প্রিয়
নাম তার কাজী ছবি।
কবিতায় ঘুম কবিতায় খাওয়া
ষোলআনা কবি ধাতটা;
গ্রন্থ কি তার এক-দুই মোটে
কম করে ছয়-সাতটা!
জানিনে বোঝাতে পেরেছি কি আমি
কবিতায় তার জোশটা;
হামজাও যদি 'স্বাধীণতা' পায়
ছবির কি তবে দোষটা?
ছবিঃ
ছবি ডেকে কয় 'ও জানেমান'
এই ছবিটাই দিও;
উস কি এডিট ক্যায় সে না দেই
ছবি মেরা অতি প্রিয়।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৫