সামহোয়্যার ইন ব্লগ-এর কথা শুনেছি আগেই।
ব্লগ লেখার অভ্যাস ছিলো না, তাই আসিনি।
এবার এলাম, বিজ্ঞানের উৎকর্ষ আর নতুন চিন্তাধারার সঙ্গে তাল না মেলানোটা অহংকারের নয়, বরং নিজেকে এদ্দিনের বোকা মনে হচ্ছে।
যাকগে, আমার জন্ম ৮১তে, সে সূত্রে এখন মাঝবয়েসী, কিংবা পূর্ণ তরুণ। দূর্ভাগ্য, তরুণের তুলনায় বর্ষীয়ান হওয়াটাই আকর্ষণীয় বোধ করি। চাকুরি করি, পেটের দায়ে। এর বাইরে ভবঘূরে বলা চলে। পরিব্রাজনের আত্মিক নেশা মনে। বাস্তবতার মাঝে থাকতে হয় বলেই থাকা, বাকিটা কাটে উদাসীনতা আর কল্পনার জগতে।
ভালোবাসি বই পড়তে, ছোটবেলা থেকেই। প্রিয় কথাসাহিত্যিকের মধ্যে বাণী বসুর নাম না নিয়ে পারছি না। বাংলাদেশ থেকে কলকাতা হয়ে বৈশ্বিক অনুবাদ -সবকিছুই পড়তে ইচ্ছে হয়। তবে সময় পাই না আজকাল।
ও, এত লিখছি কেন! প্রথম সাতদিন তো আমাকে 'অবজার্ভ' করা হবে শুনলাম, তাহলে এ পর্যন্তই থাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




