প্রস্তাব অনুযায়ী, পাতাল ট্রেনের ১ নম্বর রুট হবে সায়েদাবাদ থেকে গাবতলী পর্যন্ত ১৭ কিলোমিটার। সায়েদাবাদ থেকে গাবতলী পর্যন্ত যেতে থামবে টিকাটুলী, গুলিস্তান, বকশীবাজার, পলাশী, নীলক্ষেত, সায়েন্স ল্যাবরেটরি, হাতিরপুল, সোনারগাঁও মোড়, ফার্মগেট, তেজগাঁও, সাতরাস্তা মোড়, নাবিস্কো, মহাখালী, ক্যান্টনমেন্ট প্রথম গেট, সংসদ ভবন, মডেল স্কুল এবং শ্যামলী।
দ্বিতীয় রুট হবে টঙ্গী ব্রিজ থেকে মহাখালী পর্যন্ত ১৩ দশমিক ৫ কিলোমিটার। থামবে উত্তরা ৬ নম্বর সেক্টর, ১ নম্বর সেক্টর, এয়ারপোর্ট, খিলক্ষেত, নিকুঞ্জ, ক্যান্টনমেন্ট তৃতীয় গেট এবং কামাল আতাতুর্ক এভিনিউ। রুট নম্বর ৩ হবে পল্লবী থেকে সংসদ ভবন পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার। স্টেশন হবে মিরপুর ১০ নম্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, ও আইডিবি ভবন। ৪ নম্বর রুট হবে শ্যামলী থেকে শাহবাগ পর্যন্ত ৭ কিলোমিটার। থামবে রিং রোড, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭ নম্বর, ধানমন্ডি ১৫ নম্বর, জিগাতলা ও সায়েন্স ল্যাবরেটরি। ৬ কিলোমিটার দূরত্বে ৫ নম্বর রুট সায়েদাবাদ থেকে বাংলামটর। ট্রেন থামবে গোলাপবাগ, কমলাপুর, রাজারবাগ, মালিবাগ, মগবাজার ও তেজগাঁও। রুট ৬ হবে গুলশান থেকে সদরঘাট পর্যন্ত ২ কিলোমিটার। মাঝখানে থামবে কোর্ট এলাকায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




