সমাজ খেকোর দল
এই পৃথিবী মানুষ নামের ঘুন পোকাদের বাস,
সমাজকে সে ছেঁড়ে খোঁড়ে করে সর্বনাশ।
সমাজ নামের ল্যাবরেটরী গিনিপিগে ঠাসা,
হাজার হাজার ইদুঁর বাদুড় চামচিকাদের বাসা।
কেঁচোতে আর তেলাপোকায় সমাজ গেছে ভরে,
সাহেব সুবোধ বাবুরা তাই থাকেন দূরে সরে।
নোংরা যত কীট পতঙ্গে সমাজ গেছে ছেয়ে,
একটু একটু করে তারা ফেলছে সমাজ খেয়ে।
ঘুন ধরা এই সমাজটিতে অরাজকতার বাস,
ইচ্ছে মতো সমাজ খেয়ে করছে সর্বনাশ।
খাবার জিনিস গুমরে মরে এক পাশেতে গিয়ে,
খাবার রেখে কাড়া কাড়ি করছে সমাজ নিয়ে ।
সমাজ বাঁচাও সমাজ বাঁচাও সুবোধ সমাজ কয়,
এক পা এগোন দু’পা পিছান কিসের যেনো ভয়।
সুবোধ সমাজ বড়ই সুবোধ মুখেই শুধু জোর,
মুখোশ খুললে বেরিয়ে পড়ে হাজার হাজার চোর।
পকেটে চোর - টুপিতে চোর , চোর যে চাদর তলে;
তারাই এখন সমাজ থেকে কীট তাড়াতে চলে।
ঘুন পোকাদের এই সমাজে বাস করা কি যায় ?
অন্য কোনো সমাজ গড়ে থাকতে তারা চাই।
সেই সমাজের সদর দুয়ার মুখোশ দিয়েই ঘেরা,
জুয়াচুরি পুকুরচুরি তারাই সকল সেরা।
কিন্তু জেনো মুখোশ খসে পড়বে সময় হলে,
দুনিয়ার যতো চোর বাটপার ভাগবে সদলবলে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




