আজকে সারাদিন তেমন একটা ভাড়া পাই নাই,
তবে সন্ধার পরে একটা অতি সুন্দরী মেয়ে উঠেছিল আমার রিক্সায়,
হইত চেষ্টা করলে একটা ভাল গান কিমবা কবিতা লিখতে পারতাম তাকে নিয়ে,
কিন্তু আমার বাপ দাদাদের সময় আর নাই। তাই বাংলা সাহিত্য একটা ভাল কবিতা মিস করল।
আমার দাদা ছিল তখনকার সময়ের নাম করা মাঝি,
আমার দাদী যখন তার নৌকাই পার হত, তখন আমার দাদা নাকি গান শুনায়েই আমার দাদীকে পটাইছিলেন।
সেইটা ছিল ভালবাসা। কেননা, তখন আমার দাদারাই ছিল এলাকার অন্যতম বড় লোক। তাদের তিন তিনটা নৌকা ছিল।
কিন্তু, আজ আমি ছোট লোক রিক্সাওয়ালা। আমি যদি কোন সুন্দরীকে দেখে ভাল বাসার ভাষার গান গায়, সেইটা হবে ইতরামী।
কি আর করা আমিত আর বিমানের পাইলট না, দিনের বেলা চালাই রিক্সা,
আর রাতের বেলা মনের কথা লিখি ব্লগে............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




