আর ভাবতে ভাল লাগে না। তাই লাগাম ছেড়ে দিয়ে বসে থাকাই ভাল!
কি হবে ভেবে?
কি হবে বলে, লিখে, কয়ে!!!!!
দারুন উন্নাসিকতা নাকি ব্যর্থতা! তাতেই ডুবে থাকা এক জীবন।
কি করে সময় গুলো চলে যায়? ১১, ১২, ১৩....
একসময় মনে হত ব্লগে না এলে বুঝি ভাত হজম হবে না। অথচ আজ দিব্যি চলে যাচ্ছে জীবন!!!
একেবারে যে পোড়েনা তা নয়- পোষ্টে তালিকায় তাকিয়ে কেমন হুহু করে উঠল মন---- যেন সিড়ির ধাপের মতো- এক বছর পরপর এক একটা হাজিরা!!!
নিজেকেই প্রবোধ দেয়া! কিংবা কিছূইনা।
দেশের সামগ্রিকতায় আর কোটি আমজনতার একজন হয়েই আছি!! এর মাঝে এসেছে মাহে রমজান। আসবে ঈদ।
সবাইকে অগ্রীম রমজান এবং ঈদের শুভেচ্ছো!!!
কে জানে হয়তো আবার দেখা হবে বছর ঘুরে
ভাল থাকুন সকল ব্লগার গণ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




