মনে কর পৃথেবীর প্রথম রাত আজ
শরীরে সোদা মাটির গন্ধ নিয়ে
আদিম মানুষেরা সব উঠছে জেগে
জেগে উঠছি তুমি আমি
বাতাসে নোনতা স্বাদ ভাসে
পরস্পরের ঘ্রাণ চেখে দেখার সাধ
আমাদের চোখে।
যখন বেশি গাঢ় হয়ে আসছে চোখ
তখন অচেনা আকাশের বুকে চাঁদ জাগে
আদিম পৃথিবীর প্রথম রাত প্রথম চাঁদ
তার সমস্ত একাকীত্ব নিয়ে দাঁড়ায় পাশে
ঝরে পরা কান্না শরীরে মাখিয়ে আমরা সতর্ক হই
বিপন্ন শূণ্যতাকে অনুভব করে কুর্ণিশ করি তাকে
পরস্পরের প্রতি আমাদের চাহনি
তখন প্রকৃতির বরে পূর্ণতা পায়
ভালবাসার রঙণ খেলা করে প্রতিটি শিরায়
আমাদের ফেনিল শরীর বাষ্পায়িত হতে থাকে
যদিও গহীন আকাশের বুকে তারার মতন ক্ষত
আমাদের চোখে পরেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





