ব্যাপক হর্ষধ্বণি চারিদিকে
আবিরাম হাততালি, মুখে শিস,হাতে ফেস্টুন
ওভালাকারে ধাপে ধাপে উঠতে থাকা উদ্যাম মানুষের ধুম।
পাঁচিলের ধার ঘেঁষে লাল সাদা ট্র্যাক ঘুরে গেছে
দুর্দান্ত পায়ের পেশীগুলো সদা স্পন্দমান
এক বুড়ো টেকোর জীর্ণ ঠোঁটে ঝুলছে হুইসেল
আর দূরে লাল ফিতে টানটান।
তোমার হৃৎপিন্ড দপ্দপ্ করছে
শেষ নিঃশ্বাসটুকু বুকে পুরে নিচ্ছ তুমি
এবং তারপর পুরপুরি প্রস্তুত
বাঁশি বাজল পিপ.........পিপ............পিপ
আর তোমার থেকে অসংখ্য তুমি ছুটে চলল দ্বিগ্বিদিক
চারিদিকেই তোমার টানটান লাল ফিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





