সন্দিগ্ধ সংশয় নিয়ে পড়েছি তোমায়
তবু মুখে আমার এমন উদ্দামতা
জড়ানো ঠোঁট কেঁপে ওঠে উত্তাপে
জিহ্বা আমার, অযাচিত জল চেটে খায়।
সন্দিগ্ধ সংশয় নিয়ে পড়েছি তোমায়
এলোমেলো ঘন শিহরণ শিরদাঁড়া বেয়ে
নেমেছে নিচে আরো নিচে
তারপর ছড়িয়ে পরেছে সর্বত্র
চোখ আমার ছেয়ে গেছে আদিম ধূসরতায়।
ঝড় যেমন জাপটে ধরে গাছকে তেমনি
জাপটে ধরেছি তোমার শরীর
তারপর শুধু উথাল পাতাল ঢেউ
সারাটা রাত আমরা ছেনেছি পরস্পরের শরীর
আর অবশেষে- আদিম উত্তম ঘুম।
শরীরী বাষ্পে ফুলে উঠে মন বেলুন
সন্দিগ্ধ সংশয় তবু রয়ে যায়।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





