অসুর রাজ্যের অতৃপ্ত জনস্রোতের সামনে
তুমিও একদিন দাঁড়িয়েছিলে প্রকৃত আর্যের সৌষ্ঠব নিয়ে
দেবতার বর হিসাবে দেখিয়েছিলে তোমার বজ্রমুষ্টি আর উন্মুক্ত তর্জনী।
আর্য পৃথিবী ফিরে পাবে বলে
সেই উত্তাল জনস্রোত
ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল
স্বৈরাচারী অসুর রাজের প্রাসাদ।
তোমার বজ্রমুষ্টি্ আর উন্মুক্ত তর্জনীর জোড়ে…
আর্য পৃথিবী ফিরে পাবে বলে….
তারপর যতই পেরচ্ছিল দিন
তোমার শরীর দৃঢ় আর ঋজু হয়ে উঠছিল, তোমার উন্মুক্ত তর্জনী
ছড়ি হয়ে ঘুরছিল সমস্ত দিক, সুরের ইন্দ্রজাল বিছিয়ে
তুমিও জন্ম দিয়েছিলে অসুর পৃথিবীর।
তারপর দিককার গল্পে এই সুর অসুরের প্রলাপ সব বাকওয়াজ
তুমি সহজেই পুবের সবচেয়ে রাঙা সূর্যটাকে বস্তায় মুড়ে
চালিয়ে গেছ তোমার কোমরের কারুকাজ,
চারিদিকে তোমার ঔরসজাত জারজেরা তুলেছে বেসুরো আওয়াজ।
তবুও তৃপ্তি আসেনি কখনো তোমার জিহ্বায়
কিংবা তোমার কাম উন্মুখ শিশ্নের ডগায়,
তাইতো তুমি এখন তোমার বহুল ব্যবহারে ঘুনে ধরা কোমরের
বাম ও ডানের হাড় দুটো খুলে নিয়েছ
তোমার জিহ্বা এখন আপন শিশ্ন লেহনে ব্যস্ত
আর এভাবেই প্রতিটি ক্ষণের অতৃপ্তি তোমাকে আত্মতৃপ্ত করে তুলেছে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





