একটি মুহূর্ত
রাস্তার ওপাড়ে একা দাঁড়িয়ে একটি বক
প্লাবিত জলভূমির ভেতর। এমন ভাবেই দাঁড়িয়ে
যেন হারিয়ে গেছে ভাবনায়, একটি পায়ের ওপর,
নির্লিপ্ত,
যেন এই সমস্ত ভূমি বকদেরই অধিকারে।
বাতাস নির্মল, নিস্তব্ধ,
এই দ্বিতীয় শুভ্র দিনে বরফ যায় গলে,
মা আর মেয়ে আমরা বসে আছি পার্কিং লটে
ডোনাট আর কফি নিয়ে হাতে
আমরা নিশ্চুপ।
মুহূর্তের জন্য আমাদের মধ্যকার দেয়াল
পুরো বিশ্বের কাছে খুলে যায়; তারপর হয়ে যায় বন্ধ।
আর তুমি বলতে থাক
তুমি আমার জীবনের পুণরাবৃত্তি ঘটাতে চাওনা।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





