কবিতাটা ২০০৫ সালে লেখা ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে । অনেক দিন পর খুজে পেলাম তাই শেয়ার করলাম । আর ২০০৫ সালে বাংলাদেশ টিম কে নিয়ে আশাবাদী হওয়ার মত পারফর্মেন্স ছিল না তাই বাংলাদেশ কে নিয়ে বেশি লেখা হয়নি ।
ক্রিকেট বিশ্বকাপ
আবার এল ক্রিকেট খেলায় বিশ্বজয়ের পালা,
কে পরবে নতুন করে চ্যাম্পিয়নের মালা ?
হট ফেভারিট অস্ট্রেলিয়া - এই সময়ের সেরা,
তাই বলে কি কাপের স্বপ্ন দেখছে না অন্যেরা ?
তবে এবার অস্ট্রেলিয়া ছন্দে আছে বড়,
তাদের সকল ব্যাটসম্যানই ইনিংস খেলে ঝড়ো ।
গ্লেন ম্যাকগ্রার বল যেন ঠিক লাল আগুনের গোলা,
জয়ের অস্ত্র অস্ট্রেলিয়ার হাতেই আছে তোলা ।
ফেভারিট যে আরও আছে - কোন কোন দেশ জানো ?
কাপ পেতে চায় শ্রীলঙ্কা আর ভারত-পাকিস্তানও ।
শ্রীলঙ্কার দুই হাতে আছে তিন তুরুপের তাস,
জয়সুরিয়া, মুরালি আর ওই চামিন্ডা ভাস ।
ভারত হল রানের আড়ত, ব্যাটসম্যানদের দল,
এবার কিন্তু যায়না বলা কেমন হবে ফল ।
অধিনায়ক সৌরভেরই ব্যাটে রানের খরা,
টেন্ডুলকার উঠলে জ্বলে ঘুঁচতে পারে জরা ।
শেবাগ, দ্রাবিড়, যুবরাজ, কাইফ তারকাদের মেলা ,
তারাও যদি ঝলসে ওঠে জমতে পারে খেলা ।
হরভজনই গর্ব তাদের জানো কারন কি ?
বলটাকে সে বানাতে পারে পোষ মানানো পাখি ।
কিন্তু তাদের পেস বোলিং এ নেই যে কোনও ধার -
পাঠান , জহির - কে রুখবে দলের করুন হার ?
পাকিস্তানের বোলিং আবার বেশ ভাল টানটান -
সামী - নাভিদের বল হয়ে যায় বিষ মাখানো বাণ ।
ফাস্ট বোলার শোয়েব আখতার - পিন্ডির এক্সপ্রেস,
তার গতিতে হবে অনেক ব্যাটিং - ঝড়ের শেষ ।
ব্যাটকে তরবারী করে শহীদ আফ্রিদী,
তার ব্যাটিঙ্গে ভাংছে অনেক রেকর্ড - নিয়ম - বিধী ।
পাকিস্তানের পর ফেভারিট দক্ষিণ আফ্রিকা ,
বিশ্বকাপের ভাগ্যে তাদের ছিড়বে নাকি শিকা ?
স্মিথ - ক্যালিসের ব্যাতিং বিশ্বে সেরা অন্যতম,
শন পোলক তো গুণে-মানে গ্লেন ম্যাকগ্রার সম ।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলায় এক সময়ের রাজা,
তাদের ক'জন ব্যাটসম্যান আছে তুর্কি-তরুন-তাজা ।
সেই সঙ্গে ঝিমিয়ে পড়া ব্যাট যদি দেয় সাড়া -
জয়ের নায়ক হতেই পারে এবার ব্রায়ান লারা ।
ইংল্যান্ড আর নিউজিল্যান্ড হেরেই যাবে নাকি ?
ওয়ার্ল্ড কাপ কি এবারও সেই তাদের দেবে ফাকি ?
জিম্বাবুয়ে আর কেনিয়ার নেই কোন কারসাজী ?
তাদের নিয়ে বিশ্বকাপে যায় কি ধরা বাজী ?
বাংলাদেশের বাশার যাবে জয়ের অভিযানে -
নতুন কোন বিশ্বরেকর্ড নাকি সঙ্গে আনে !
ব্যাটে - বলে লড়াই চলবে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ,
আমরা তুলবো তর্কের ঝড় চায়ের কাপে - হাটে ।
কেউ জানে না কে পাবে কাপ , কি হবে শেষ বেলা ,
কারণ ক্রিকেট গৌরবময় অনিশ্চিত এক খেলা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




