আমি ভেবেছিলাম তুই জানিস;
সেই তুইও বললি, জানিস না।
আমার বুকে যে কিছু একটা কাঁপে;
ক্রমাগত যে আমার ধমনিতে উষ্ণ রক্ত প্রবাহিত হয়, সেটাও,
তোর কাছেও প্রমাণ করতে হবে?
বলতে হবে তোকেও?
আমি যে একটা মানুষ, সেটা...
মেনে নিতেই পারিস না।
...............................................................................
ধুস্ শালা, এই জীবন তোর জন্যে রেখে কি লাভ বল্?
সব শেষে তো তুই ফেলেই দিলি সব।
যতো উপহার ছিল, কিংবা যতো ছিল ‘না’,
কিছুই কি রেখেছিস?
যা ধরে বলবি, আমার হাত ধর,
আজ আমার সাথে চল্...
সে যাক্গে, তুই ভালো থাক,
আজকের মতো, কিংবা হয়তো চিরতরে আমি বিদায় নেই;
.....................................................................................
যাবার আগে তোকে বলার ছিলো কিছু,
তোর যাবার আগে...
(ধুস্ শালা, কলম’টারও কালি শেষ হয়ে গেলো?
যা ভাগ্, আর ডাকবোনা তোর পিছু...)
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




