অধিক কোনো কতা কইতে চাইনা।
কাগো বিরুদ্দে লাগছেন দেকছেন?
কোন রকম ছাড়ই দেওয়া যাইবো না।
কোন রকম মিছা বুঝ দেওন যাইবো না যে, মৃত কুলাংগার থাবা বাবা এসলাম-ধর্মবিদ্বেশি নাস্তিক ছিলো না। এইটা এস্টাব্লিশ কর্বার পারবেন না। সো এইডা মাইনা নেন। প্রচারের বেবস্থা নেন যে, ঐটা ছিলো রাজিবের ব্যক্তিগত চিন্তাভাবনা যাহার লগে এই ব্লগার জোটের অধিকাংশই ভিন্নমত প্রকাশ করে এবং পিএম হাসিনা ম্যাডাম ভুল কইরা ঐখানে গেছেন অথবা উনি গেছেন শুধু রাজীবের নিখাদ দেশপ্রেমটুকুনের মযাদা দিতে, ফুলস্টপ।
আবার ফিল্ডে নামছে ব্লগাররা। ঠিকাছে। সেলুট।
এই ব্লগারদের এখন উচিত হইবো, ঐ সিদদিকি নাজমুল আলম ভোম্বল শুয়রটাকে একটা লাত্তি দিয়া স্টেজ থিকা নামান। একটিভিস্ট/ব্লগাররাই কন্ট্রোলে আসেন। লীগারদের প্রায়োরিটি মিনিমাইজ করেন।
সকল ধর্মভেত্তেক দল ডিরেক্ট ব্যান করার দাবি যেনো একবারো আর উচ্চারণ না হয় গনজাগরন মঞ্চ থিকা। একলগে বেশি খাইবার যায়েন না। পেরেকটিকাল হন। এইডা নেক্সটে আওয়ামি জোট আবার পাওয়ারে আসলেও করা যাইবো।
এখন,
শুধুই জমাতিগো ধরেন।
কোনোরকমের ছাড় নাই, ডাইরেকট তাগো ধরেন।
মামুদুররে ধরেন (মাইরালায়েননাবার
মির্জা ফকরুলরে আরেকবার মিনিমাম ১সপ্তা'র লিগা ধরেন।
গবমেন্ট, আমনের দুর্বল লাগতেছে?
কাহিল লাগতেছে? ডোন্ট বী... পিলিজ ডোন্ট বী
দেশ কিসুটা ঠান্ডা হইলে, ডাইরেক্ট জামতি ব্যান করেন।
আলটিমেটাম মাত্র ০৫ দিন। খুব খিয়াল কৈরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




