ভাবনার বেড়াজালে জড়িয়ে থাকতে কার না ভাল লাগে?? একেক জনের ভাবনা একের রকমের। এই যেমন একজন ধনী লোক ভাবছেন কি ভাবে আরো ধনী হওয়া যায়, অন্যদিকে হয়ত মধ্যবয়সী সাধারণ একজন ভাবতে বসেছেন কি কি উপায়ে ধনী হওয়া যায়, আবার নিতান্তই গরীব লোকটির একমাত্র ভাবনা কিভাবে আগামীকালের খাবার জুটানো যায়....
অন্যদিকে সদ্য চাকরি পাওয়া যুবকের ভাবনায় যেমন থাকে কিভাবে ক্যারিয়ার আরো ডেভেলপ করা যায়, একি ভাবে পাস করা বেকার যুবকের সমস্ত ভাবনা জুড়ে একটি চাকরী জুটানো ছাড়া কিছুই কাজ করেনা! ঠিক একি সময়ে সবে বিশ্ববিদ্যালয়ে পা রাখা তরুনটি ভাবনায় বিভোর থাকে ভাল ডিগ্রী নিয়ে বড় মাপের অফিসার হওয়ার।
এই সব ভাবনা কখনো এক হয় না, শত চেষ্টায় ও এক সূত্রে গাঁথা যায় না, প্রত্যেকটির ভিন্ন ভিন্ন মাত্রা আর পরিধি থাকে। ভাবনার গুলোর সিঁড়ি বেয়ে বা পথ ধরেই তৈরি হয় প্রত্যেকটা মানুষের গল্প। প্রত্যেকের জীবনের গল্পেই ভাবনা গুলো ঘুরপাক খায়। তাই প্রত্যেকের জীবনের গল্প ভিন্ন, একেবারেই ভিন্ন ভাবে প্রবাহিত হয়.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



