
কিছু সুখ আছে স্মৃতির পাতায়
কিছু মুখ আছে মনের জানালায় ।
কিছু ক্ষন তোলে মনে পাগলা হাওয়া
কিছু চিন্তা বারবার করে আসা-যাওয়া।
কিছু কল্পনা যখনই করে দে সবকিছু স্থির
মন আমার তখন হয়ে উঠে অস্থির!
কিছু সময় বসে থেকে শুভ্র জোৎস্না রাতে
আনমনে খেলা করি কল্পনার সাথে।
সারাটি রাতভর খুঁজে ফেরে এই মন
প্রশান্ত গভীর ঘুমময় কিছু ক্ষন।
হঠাৎ সুখ পাখিটা যখনই খুঁজে ফেরে নীড়
মন আমার তখন হয়ে উঠে অস্থির!
তীব্র বেগে ছুটে যায় নদীর কাছে
এই ভেবে সুখ বুঝি সেখানেই আছে।
ভেসে যায় সারা দেহ নদীর জলে
আচমকা জেগে উঠি ঢেউয়ের তালে।
স্রোতটা যখনই হয়ে যায় স্থির
মন আমার তখন হয়ে উঠে অস্থির!
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



