
বন্ধু!
থেকে আশে- পাশে
দু:খ বেদনার গল্প শুনে--
মুখ চিবিয়ে হেসে মেতে উঠে দু:খবিলাসে।
বন্ধু!
অভিমান, হতাশা কিংবা রাগে;
হঠাৎ বলে উঠে -
ধুর! রাখ,সব ছেড়ে মজা কর আগে।
বন্ধু!
একা, কষ্টে ভরা খারাপ সময়ে;
হাটতে হাটতে বুঝিয়ে দে-
সমস্যা কি? আছিই তো সাথে!
বন্ধু!
যখনি নামে গ্লানি, বিষাদ কিংবা মন খারাপের ঢল
কাধে হাতটা রেখে নিলিপ্ত সুরে বলে -
আড্ডা দিবি চল!
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



