
ভুলে গেছ?
ক্ষতি নেই;
আমি এখনো মনে রেখেছি স্ববিস্তারে।
সেই প্রথম দিনটি থেকেই--
প্রতিটা অক্ষর,শব্দ সমস্তই
মনের গহীনে বিন্যাস্ত আছে।
যা দিয়ে হয়ত হুমায়ুনের বিয়োগাত্মক উপন্যাস কিংবা মধুসূদনের আক্ষেপের কাব্য রচনা করা যাবে;
যার প্রতিটা পরতে পরতে থাকবে-
তোমার প্রতি দ্যর্থহীন,সরল অনুরাগের চিত্রপট,
থাকবে কিছু অসমাপ্ত কথামালা,
কিংবা কিছু অবহেলার প্রতিচিত্র।
কিন্তু না! আমি ক্ষুণাক্ষরেও চাই না;
আমার মনের গহীনে জমে থাকা -
এইসব স্মৃতিময় শব্দগুচ্ছ দিয়ে
রচিত হোক কোন বিয়োগাত্মক উপন্যাস কিংবা আক্ষেপের কাব্য!
আমি অপেক্ষায় আছি,
শব্দগুলো একদিন আমি বুমেরাং এর মত ব্যাবহার করব।
রচিত হবে সমরেশ এর 'কালবেলা' কিংবা নিমলেন্দু গুনের ' প্রশ্নাবলী'র ' মত
কালজয়ী কোন এক কাব্য মালা।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



