
কপূরের মত উবে গেছে প্রেম
সময়ের আগে অনেক কথা অব্যক্ত রেখেই।
পূর্ণিমা রাতে চাঁদের সাথে রাত জাগার মত
হাজারো সুখস্বপ্নে রং চড়ার আগেই
ভালবাসার তরী তার দিশা হারিয়ে
দুটি ভিন্ন পথে খুজছে তার হৃদয়ের নোঙ্গর।
সে তো ফিরে গেছে আর ফিরবে না বলে
পোড়া চোখের প্রতিটি কোনে স্মৃতির পাহাড় তুলে
চোখের জমিন খোলা কি বন্ধ তার বাধা কিসে
কল্পনার ঘোড়া দৌড় চলছে চলবে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


