ছেলেটা আজও আমার পিছু নিয়েছে!
থমকে গেলাম হঠাৎ!
ছেলেটাও যেন ভড়কে গেল!!
এই যে ! হ্যা বাবা আপনিই!
এখানে আসুন!
চলুন একটু ছায়ায় দাড়িয়ে কথা বলি!
*
*
এখন ভাদ্রের দুপুর! তবুও চামরাজ্বলা রৌদ্রুরে অতিষ্ঠ জনগণ!
বাংলা মাসের ক্যালেন্ডারে দেখলাম যে আর মাত্র ছয়দিন বাকী আছে এই ভাদ্র মাসটা শেষ হতে!! তবেই যেন এই তীব্র গরম হতে মুক্তি পাওয়া যাবে! কী গরম রে বাবা!!
দুজনে ছায়ায় দাড়ালাম!
আমি এবার কোন প্রকার সংকোচ ভূলে ছেলেটার দিকে অপলক তাকালাম! বড্ড মায়াবী চেহারা ছেলেটার! গাঢ় ভ্রযুগল যেন কোন এক নীলকন্ঠী শিল্পীর হস্তে আকা!
মাথার চুলগুলো ভিজে রয়েছে! ঘামে একদম যেন ভাজা হয়ে গেল!
একটা টিস্যু বের করে এগিয়ে দিলাম!
নিন তো টিস্যুটা নিন!ঘাম মোছেন! ছেলেটা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল!
আরে বাবা বলছি আপনার মুখের ঘামগুলো মুছেন!
*
*
এই রোদ্রে আমার পিছন পিছন ঘুরতে ঘুরতে কী অবস্থা করেছেন দেখুন আপনার মুখখানার!
আমি খেয়াল করে আসছি প্রতিদিন ট্রেনিং সেন্টার থেকে বেরোবার পরেই আপনি আমার পিছু ধরেন! প্রথম প্রথম ভাবতাম যে আপনি অন্যসব ছেলেদের মতই!
পিছন পিছন গিয়ে বাড়ি চিনে আসবেন অথবা হঠাৎ করে বাইক নিয়ে পথ আটকিয়ে ন্যাকামো স্টাইলে নাম্বার চাইবেন!
কিন্তুু আপনি যে একদমই আলাদা!
আমি বাড়িতে পৌছার খানিক আগে থেকেই দেখি আপনি নেই আর কখনো আমার সাথে কথা পর্যন্ত বলেননাই! বাব্বাহ কী অদ্ভূত আপনি!
আচ্ছা আপনি কী কথা বলতে পারেন?
প্লিজ কিছু একটা বলুন ! আপনার কন্ঠটা শুনতে ভীষন আগ্রহ হচ্ছে!
কী হলো বাবা! বলুন না ???
আচ্ছা বলেন তো আমার পিছনে কেন ঘুরেন!
আমাকে কী আপনার ভালো লাগে!
তবে আমি জানি আজকালকার ছেলেরা শুধু ভালবাসে মেয়েদের রুপ !
আর মেয়েদের সাথে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় কুরুচিপূর্ণ মনোভাব নিয়ে !
মেয়েদের ক্ষতি করবার উদ্দেশ্যে তারা নানান রকম ফাদ ফেলে ধ্বংস করে দেয় একটি নিষ্পাপ মেয়ের জীবন!
এমন ঘটনা আজকাল অহরহ ঘটছে!
পত্রিকা , অনলাইন মিডিয়া সবকিছুতেই হরদম ছাপানো হচ্ছে মেয়েদের এইসব করুণ কাহীনির কথা!
বিশ্বাস করূন আমার বাবার দিব্যি দিয়ে বলছি আপনাকে তেমন কেন জানি মনেই হচ্ছেনা!
কেন জানি মনে হচ্ছে আমার প্রতিক্ষার অবসান ঘটল!!
যেন মনে হচ্ছে এতদিন যার অপেক্ষায় ছিলাম সেই আমার সম্মুখে !
বলুন উত্তর দিন? আমার কেন এমন মনে হচ্ছে! আরে বাবা উত্তর দিন! আপনি কী বোবা নাকী যে কোন কথা বলছেন না!
আচ্ছা তার আগে বলুন তো আপনি কী আমাকে চিনেন! আপনাকে তো এর আগে কখনো দেখিনাই! আপনি কী আমার নাম জানেন? কী হলো বলছেন না কেন বলুন?
- -জ্বি না ! আমি আপনার নাম ,ধাম ,গোত্র, মিত্র কিছুই জানিনা!
আমি একজন শিল্পী! আমার ক্যানভাসের বুকে তুলির আচড়ে তৈরী আপনার ছবিটির পাশে দাড়িয়ে যেন আমি আমার বাস্তবিক পৃথিবী হতে খেই হারিয়ে ফেলতাম!
ছবিটি আমারই আকা!
আমি আপনার অপেক্ষাতেই ছিলাম!
এমন খুব কমই হয় যে স্বপ্ন বাস্তবেও হয়েছে!
আপনি ছিলেন আমার স্বপ্নে!
আর আমার স্বপ্নের ক্যানভাসে!
সেই আপনিই আজ আমার সামনে দাড়িয়ে!
হ্যা আমি আপনার রুপটাকে ভালবাসি আর ভেসেছিলাম! আমি আমার সোনালী রঙা তুলিতে আপনার এই মুখ রাঙিয়েছি বহুবার!
তবে এই রুপটার যে মালিক তাকে আমি আমার হাতে আকা ছবিগুলো থেকে অধিক ভালবাসি!
তবে আমার স্বপ্নকন্যার যে বাস্তবে একটা নাম আছে সেটাতো জানতে হবে!
তাছাড়াও আপনি যে আপনার বাবাকে খুবই ভালবাসেন সেটা কিন্তুু আমি বুঝে গেছি!
কী নাম ওগো - স্বপ্নকন্যা তুমার?
আমি প্রিয়াঙ্কা ! পুরোনাম প্রিয়াংকা সেন!
আর আপনার?
আমি আকাশ! তবে ভয় পাবেন না আমার থেকে কখনো দূরে থাকবনা! ঐ নীল আকাশকে সাক্ষী রেখে সর্বদা আপনার অতি নিকটেই থাকব!!
ধরে নিন আজ থেকে আপনার এই ছোট্ট পৃথিবীর এক আকাশ আমি!
.
.
.
.
----সমাপ্ত নয় বরং এক নতুন জীবনের সূচনা! মাত্র . . ধন্যবাদ ।
আজই প্রথম লিখলাম । ।

সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



