হলুদ পাঞ্জাবীতে হিমু সেজে ছিলাম ,
দেখলেনা তুমি আর ,
খালি পা 'ই যেন হিমুদের সঙ্গী ! !
তুমি বলেছিলে চকলেটি পারফিউমে ,
আমার চিরচেনা ঘ্রাণের বাঁশে নীল প্রজাপতি হয় আসবে উড়ে ,
হায় এখন সেই ঘ্রাণ শুকিয়ে যায়! !
হিমুরা একা থাকেনা , হিমুদের একা করে দেওয়া হয় !
হিমুরা আজীবন দুঃখর সংগীত গায়না , হিমুদের হাতে কেবল বেহালা ই দেওয়া হয় !
যুগ যুগ ধরে হিমুরা করুণা কাব্য লিখেনা ,
হিমুদের কাব্যে সকলের চোখে কেবল অশ্রু ঝরে! !
হিমু হয়েই আছি , থাকব হিমু হয়ে কেননা তুমি বেমালুম গেছ ভুলে!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



