ব্রেকাপ
........
বিকেলবেলা ছাদের রেলিংয়ে , উবু হয়ে হাত রেখে চার্মিং দখিনা বাতাস উপভোগ করছিলাম ।পাশের ছাদে একজন পরিচিত সুন্দ্রী ,মেয়ে হাটছিল । মেয়েটি , অবাধ্য কেশগুলি যেন , এই বাতাসে , ঘুড়ির মত , উড়ে যেতে চায় । এমন সময় মোবাইলের পরিচিত টিউনটা বেজে উঠল । দেখলাম , জানু ফোন দিয়েছে । এমন প্রশান্তিময় মূহুর্তে তার সাথে প্যাচাল পারার মত কোন মুড নেই । তাই ফোনটা রিসিভ করলাম না । একবার একটানা বেজে , টিউনটা থেমে গেল । আমি জানি , মেয়েটা দ্বিতীয়বার আর ফোন দিবেনা ।কারণ প্রথমবার ফোন রিসিভ না করলে সে দ্বিতীয় আর বার ফোন দেয়না । অনেকক্ষন কেটে গেল । আমি ছাদেই দাড়িয়ে আছি । । হঠাৎই মাথায় খেলল , আচ্ছা মেয়েটা রেগেমেগে আবার ব্রেকাপ করে দিবে নাতো । দিতেও পারে । তাই এখুনি কল ব্যাক করতে হবে । এমন সময় , জানুই তার স্বভাবের বিরুদ্ধে গিয়ে আবার কল করল । কাপা কাপা হাতে ফোনটা ধরলাম । মেয়েটা রেগে গেলে , একেবারে তড়কা রাক্ষসী হয়ে যায় । জানু , জিজ্ঞেস করল , কল ব্যাক করলে না কেন ? আমি একটু কন্ঠস্বরটাকে দুঃখিলা টাইপ করে , বললাম , জানু , বিশ্বাস কর , মোবাইলে এক টাকাও ছিলনা । ইমার্জেন্সী ব্যালেন্সও শেষ । আর এমন জায়গায় , আসছি , যার তিন কিলোমিলাটের ভিতর কোন ফ্লেক্সি দোকানই নাই ।
তাই ব্যাক করতে পারলাম না । তুমি রাগ করোনা । ওপাশ থেকে কলটা কেটে গেল । নিশ্চয় রাগ করেছে , কিন্তু এখন রাগ ভাঙ্গানোর কোন উপায়ই নেই । কারণ এখন যদি কল দেই , তাহলে তো ধরেই ফেলবে ফোনে টাকা আছে ,আর আমি মিথ্যে বলেছিলাম । যাই হোক , আপাতত এই ভাবনাটা বাদ দিলাম । পাশের ছাদের মেয়েটি মনে হয় , এখনি ছাদ থেকে নেমে যাবে , তাই শুকাতে দেওয়া কাপড়গুলো থেকে ক্লিপ ছাড়িয়ে নিচ্ছিল । । তাকেই শেষবার দেখছিলাম ,মুগ্ধ নয়নে । আবারও ফোনটা বেজে উঠল । আননোন নাম্বার থেকে একটি কল এসেছে । কলটি , রিসিভ করতেই , ওপাশ থেকে মেয়েলি কন্ঠে , হ্যালো , শুনতে পেলাম । তারপরই কলটা কেটে দিল । মেয়েটির কন্ঠটা যেন স্বর্গীয় সুর । কর্ণে জুড়ে যেন অমৃত ঢেলে দিল আমার । পত্রপাট কল ব্যাক , করলাম । তবে মেয়েটি কল রিসিভ করে যা বলল , তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না । কী শুনলাম , শুনতে চান । বলল , "ওই অসৎ ব্যাটা , মোবাইলে নাকী তোমার টাকা নাই ? তাহলে কল ব্যাক করলা ক্যামনে ? ভাগ্যিস , মাথায় বুদ্ধিটা এলো । তাই মাউথপিসটায় রুমাল দিয়ে ঢেকে ,হ্যালো বললাম । মাইয়্যা দেখলেই , আবেগ উতলাইয়্যা ওঠে । ছ্যাচড়া পোলা কোথাকার । এখন থেকে আমাদের ব্রেকাপ । যোগাযোগ করার চেষ্ঠা করলে , বড় ভাই দিয়া পিডামু কিন্তু ।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



