মেশিন মর্সিয়া
আখতারুজ্জামান আজাদ
তোমার রাহে একই দোয়া,
একই মোনাজাত --
দাও হে খোদা, মেশিন আমায়
ইঞ্চি সাড়ে সাত, ইঞ্চি সাড়ে সাত।
দেখাও তোমার সব মুজিজা,
দেখাও তোমার জাদু;
দাও গো মোরে করে আমায়
লালদাড়ি এক দাদু, লালদাড়ি এক দাদু।
জিভটি আমার নিশিরাতে
করে গো নিশপিশ --
আমার লাগি নাতনি কখন
রাঁধবে লৈট্টা ফিশ, রাঁধবে লৈট্টা ফিশ?
রক্ষে করো লাহোর আমার,
ধ্বংস করো ভারত;
চাইছি আজই তোমার কাছে
লৈট্টা ফিশের আড়ত, লৈট্টা ফিশের আড়ত!
হে দয়াময়, পান খাওয়া আজ
জাতির তরে ফরজ;
দাও হে আমার আঙ্গিনাতে
একটি পানের বরজ, একটি পানের বরজ।
পান চলবে এক দিকে মোর, আরেক দিকে কাজ;
দাও ভেঙে দাও নাতনি জাতির
হায়া-শরম-লাজ, হায়া-শরম-লাজ।
বিশ্বাস কর্ ময়না পাখি,
আমি বলি যা --
তুই ষোড়শী নাতনি আমার
বুকের কলিজা, বুকের কলিজা।
সোবহে সাদেক লগ্নে বাজে
বুকে করুণ সুর --
আয় উড়ে আয়, আয় কলিজু,
দুনিয়াবি হুর, দুনিয়াবি হুর।
দুজন মিলে টিয়া আমার
ওয়াজ শুনি আয় --
পান চলবে, চলবে মেশিন
দ্বীনের দুনিয়ায়, দ্বীনের দুনিয়ায়।
আমার মেশিন জায়েজ কেবল,
বাকি সবার পাপ;
বেহেশতেরই এজেন্ট আমি,
আমার সবই মাপ, আমার সবই মাপ!
৪ জানুয়ারি ২০১৩