ব্লগের গতদুই দিনের পোস্টগুলো পড়লাম।
বর্তমান অবস্থা থেকে বেড়িয়ে আসার কি কোন পথ নেই?
আমি একটু আলো দেখছি। সাহস করে বলে ফেলি। সংশ্লিষ্ট সবাই ভেবে দেখতে পারেন।
১) নোটিশ বোর্ড বলছেন - "আপনাদের ব্লগে একটি বিষয়কে কেন্দ্র করে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে।"
- তাইলে কর্তৃপক্ষ বিষয়টা জানেন।
২) কর্তৃপক্ষের নির্বাচিত পোস্ট - "নোটিশবোর্ডের পোস্টে লেখা আমার কমেন্ট (আমার ব্লগে অ্যাড করলাম)" এর উপসংহার হলো -
"কিন্তু সবার আগে সামহয়ারের নীতিমালায়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধ বিষয়ে স্পষ্ট ঘোষণা দিয়ে একটি ধারা যুক্ত করা হোক। "
যা নিশ্চয় কর্তৃপক্ষ স্বীকার করেই পোস্টটাকে নির্বাচিত করেছেন।
এই অবস্থায় আমরা কি সমাধানটা দেখতে পাচ্ছি।
বাংলা ভাষার এতো সুন্দর একটা ব্লগে এসে এমন পরিস্থিতর জন্যে তৈরী ছিলাম না।
সর্বান্তকরনে আশা করছি - ব্লগের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন।
সবাইকে দন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




