একটি সুন্দর ও রুচিশীল পরিবার গড়তে আমরা পদার্পন করেছিলাম ব্লগে। একদিন আমরা এই ভার্চুয়াল মিলনমেলা ছড়িয়ে নিয়ে যাব আ্যকচুয়াল দুনিয়ায় আর বন্ধু বানাব। এমন সব বন্ধু যারা একই সাথে বিদ্রোহ আর ভালাবাসা দেবে , যারা প্রতিবাদ করবে অন্যায়ের আবার গলায় হাত দিয়ে বুকেও টেনে নেবে। মানুষ আশায় বুক বাঁধে কিন্তু তার সে আশা সব সময় পূরণ হয়না। কিন্তু তাই বলে কি বিপরীত রকম ধাক্কা খাবার জন্য সে তৈরী থাকে?
এই ক'দিন ধরে যে পরিমান অকথ্য গালিগালাজ, ফ্লাডিং, এবং জোর করে একপক্ষকে রাজাকার স্বাধীনতাবিরোধী ও আরেকপক্ষকে যাদের বেশিরভাগই নোংরা কথা বলাতে অভ্যস্থ তাদেরকে স্বাধীনতার স্বপক্ষ শক্তি হিসেবে লেবেল লাগিয়ে দেবার পায়তারা চলছিল তাতে আমার নিজেদের প্রতি নিজেরই করুণা হল।
ইসলাম ধর্ম নিয়ে কেউ একটু বেশি আবেগপ্রবন হতেই পারে কিন্তু তাই বলে তাকে যাচ্ছেতাই রকম গালি আর রাজাকার উপাধি দেয়ার মত জঘন্য মানসিকতার ব্লগারদের জন্য যারা হা হুতাশ করছেন তাদের জন্য বলছি, ইতিবাচক হোন, সামগ্রীকভাবে চিন্তা করুন , কেবলমাত্র মতবিরোধ এর কারণে যদি ফট করে অন্যকে নোংরা গালি দিয়ে থাকেন তবে সেটা কখনই আপনার ওজন বাড়াবেনা। এমন কিছু অশ্লীলতার জন্যই আজ আপনাদের এমন দূর্দশা। এই ব্লগে কোনো রাজাকার বা স্বাধীনতাবিরোধি আছে বলে আমি মনে করিনা। ইসলামের পক্ষে কথা বললেই রাজাকার হয়ে যায়না। ধর্মের প্রভাব আমাদের উপর অনেক বেশি ক্রিয়াশীল সুতরাং সাবধান, একটু ভেবেচিন্তে আন্দোলনের ডাক দিন। নইলে নিজের হাতেই নিজের পায়ে কুড়াল মারার জন্য আফসোস করতে দেরী হবেনা।
তাই বলছি গালাগালিকে পুঁজি না করে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে এবং সেটা আমাদের নতুন প্রজন্মের সবার মাঝে সুন্দর ভাবে ছড়িয়ে দেবার লক্ষ্যে সুশীল আচরণ করি এবং নিজেদের নিয়ে গর্ব করি। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি, তাঁদের পবিত্র রক্ত শরীরে প্রবাহমান থাকলে কেউ নোংরা কাজ করতে পারেনা বলেই আমি মনে করি। তাই আপনারা লিখুন আর নিজেদেরকে প্রতিষ্ঠা করুন, ব্যাক্তিগত জিঘাংসা বাদ দিন। ব্লগকে রুচিময় ও গতিময় করুন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




