অনুভূতি গুলো ঝড়ো হাওয়ায়
ঝরে যাচ্ছে ঝরা পাতার মতো।
সময়ের সাথে মাটির তনুমন,
ঝরা পাতার চাদরে বুক হেলিয়ে দ্বীর্ঘশ্বাস নিচ্ছে
ব্যর্থতার খনি থেকে।
দু'চোখের নীলিমায় ভেসে যাচ্ছে স্বপ্ন মিছিলের লাশ।
শুধু নিস্তদ্ধ নিরববতার হাহাকার বেঁচে আছে তাতে!
এ পৃথিবীর মহাসাগরেরা দিক হারিয়েছে নাবিকের মহাশুন্যে!
চন্দ্ররাণী এখন আর এ পৃথিবীর নেই!
মঙ্গলের মিনারে উদ্যাম আলো দিয়ে বৃথা স্বপ্নে নিশি জাগে,
রবির অমঙ্গলের পূজায় ...।
যতটুকু বেঁচে থাকলে মানুষ আর শুধু মানুষ রয় না....
ঠিক ততটুকু বেঁচে আছি স্মৃতির কবরে।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





