শনিবার বিকালে রাজধানীর শান্তিনগরে জাতীয় শিক্ষানীতি ২০১০ বাতিলের দাবিতে ছাত্রশিবির আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ফকরুদ্দিন বলেন, এককভাবে সংসদে পাস করা শিক্ষানীতিতে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা ও বিশ্বাসের পুরোপুরি প্রতিফলন হয়নি। এই শিক্ষানীতি রহস্যপূর্ণ, বিভ্রান্তিমূলক ও অস্পষ্ট।
ধর্মনিরপেক্ষতার অন্তরালে ধর্মবিমুখ নতুন প্রজন্ম তৈরি করাই এ শিক্ষানীতির মূল লক্ষ্য মন্তব্য করে তিনি বলেন, এ ধরনের শিক্ষানীতি জাতীয় উন্নতি ও অগ্রগতির সোপান হতে পারে না।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূর মুহাম্মদ মন্ডল, সাহিত্য সম্পাদক মু. দেলাওয়ার হোসেন সাঈদী, প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার, মহানগরী দক্ষিণ সভাপতি আবু সালেহ মুহাম্মদ ইয়াহইয়া, পশ্চিম সভাপতি মু. মাকসুদুর রহমান, পূর্ব সভাপতি মু. ইয়াছিন আরাফাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি মাসুদুল ইসলাম, ঢাকা উত্তর সেক্রেটারি জিএম হাফিজুর রহমান প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



