মুখের দিকে তাকিয়ে যদি মুর্খ হয়ে ওঠো
মাটির দিকে চোখ ফিরিয়ে গন্ধ হয়ে ফোটো
তোমাকে চিনি জন্মসূত্রে, মৃত্যুসূত্রে জানি
জলের ঢেউয়ে গোপন, মাছের কানাকানি
ফিরিয়ে দিলে মুখের কথা বুকে বাড়ে ব্যথা
জল যে কালো জানে ভাল জলের গোপনতা
আপন গৃহে অবোধ আমি রাত্রীগন্ধে লীন
চোখের আয়ু বাড়ুক বলে রাতকে করি দিন
দিনের ঠোঁটে রাতের আয়ু স্তব্দ, ম্রিয়মান
মুখের দিকে চোখ ফিরিয়ে বাজাও ব্যথা-গান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




