যাই, নিজেরই ছায়া মেপে। ঐ আলো দূরপথে
তুমি অস্থির আমাকেই ফেরাবে যদি সর্বনাশের
বাঁশী তবে বাড়ালাম নিজেরই দিকে।
আদিগন্ত ভেসে যাওয়া তুমি, সে-তো আমরাই শরীর-ছেনা-পাথর;
অন্য কোনও গানের রেখায় উদাসীন
আছো ভালো?
নাই যদি বলি কথা, নাই যদি ধরো হাত
আকাশ ঠিকই জেনে নেবে
তুমিও সমদ্রসন্তান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




