সময় এখন রাবারের ঘুড়ি, টেনে লম্বা করা যায়, ভাগ করা যায়, মুঠোতে জড়ো করে দলা পাকানো সাপের মতো ছুঁড়ে ফলো যায় যত্রতত্র।
মানুষ এখন সময়ের কারিগর। তারা নিজের ঘড়ি, সরকারের ঘড়ি আর র্সূয ঘড়ির কাঁটা সামনে এগোয়, পিছনে টানে আর ভরদুপুরে কান ধরে বসিয়ে রাখে ঘন্টার পর ঘন্টা।
সময় ও স্রোত এখন র্সূয্যে সন্ধ্যায় অনেকের জন্যই অপেক্ষা করে তাই এই দেশের শহর-গ্রামে ঘড়ি নিয়ে দেখো কত র্তক-বিতর্ক।
ঘড়ির কাটা নিজেই হারিয়ে ফেলেছে তার তাল।
দেখুন ঘড়ির দোকানে কেমন ভিড় জমেছে। জং ধরা চাবিওয়ালা ঘড়ির সময় মিলাতে গিয়ে চাবি ভেঙে মেকারের কাছে লাইন ধরেছে ঘড়ি হাতে মানুষের দল। অথচ একদা র্সূয ছিল আমাদের ঘড়ি। র্সূয ওঠার আগে আমরা গিয়েছি কাজের সন্ধানে। র্সূয অস্ত গেলে আমাদের হাতে কবুতর এর মতো ধরা দিত ছুটি।
ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সময় নিয়ে আহা আজ এতো মাতামাতি?
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৯ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




