
একটা বন দৌড়েছিলাম কুয়াশা ধরতে,
সে আমাকে শিখিয়েছিলো কুয়াশা আর অন্ধকারের পার্থক্য।
অন্ধকার কুয়াশার অনুষঙ্গ কি?
তারা ঘরে শীতে ছড়িয়ে নীলকণ্ঠ পালক--
যা তারা পেয়েছিলো গত ফাল্গুনে পথ হারিয়ে,
বর্ষায় যে পালক ঘুমিয়ে থাকে প্রেমিকের চিঠির সাথে।
তারা শীতে জীবন বদল করতে চেয়েছিলো কুয়াশায় অধর রেখে,
তারা জানালার গরাদে ঝুলিয়ে দেয় আলকাতরা আর কালোবেড়াল ।
এসব চিহ্ন তারা বুনে রাখে নৈর্ব্যক্তিক ভালোবাসায় ।
তাদের ঘরের হলদে জলরঙ থেকে নুয়ে পড়ে শূন্য বসন্ত ।
বসন্তের নাম মেঘনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




