কাচ ও তক্তাপোশ এটাকে আমি অন্যভাবে বলতে পারি
কাচের তক্তাপোশ, তাতেও দুটো এক হয়ে যায়
যেহেতু দুটো দিয়ে বলতে চাই বসবাসের কথা
সুতরাং বিচ্ছিন্ন হলেও এখন দুটোর একত্রে থাকা!
অথবা ডার্টবোর্ড ও ডার্ট বলতে পারি
কিংবা প্যারাসুট আর ফনীমনসার মাঠ
অথবা গভীর রাতের গোঙানী, বেশুমার শব্দকল্প
শর্টওয়েভে ছেড়ে দেয়া দেহান্তরী দীর্ঘশ্বাস
অথবা আমি এটাকে তোমার ও আমার জীবন বলতে পারি
বলতে পারি তোমার মাঝে আমার ক্ষয়
অথবা আমার মাঝে তোমার পোড়া জন্মের অব্যয়
অথবা এক বিকেলের ঘ্রান শীশাযুক্ত হাওয়ার শহর ছাড়িয়ে
দূরের কোন গা'য়ে পায়ে পায়ে হাঁটতে পারি
অথবা তোমার চিবুকে বিছিয়ে পরিচিত ওষ্ঠ
সংক্রমিত করতে পারি নাজানা অসুখ, স্বপ্ন
এবং অনেকভাবেই সাজাতে পারি নীলনকশা, লালনকশা, নকশীকাঁথায় থরে বিথরে
বেঁধে দিতে পারি উঠনে দুলুনী, রাখালের বাঁশি
বুকেতে বুকের ঝম্পাত, সংকোচনের জোরালো পেশী
শব্দের বুকে শব্দের মৃতু্যজট এবং স্ফূরণ ভালোবাসি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



